
পুরো বছরের জন্য কোচ চায় স্যান ফ্র্যান্সিসকো, সরে দাঁড়ালেন ওয়াটসন
মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) তিন মৌসুম ধরে স্যান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন শেন ওয়াটসন। এবার সেই পথচলা শেষ হলো। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে আর থাকছেন না অস্ট্রেলিয়ার সাবেক এই অলরাউন্ডার।