promotional_ad

এরকম নিউজের পর আমার ক্যারিয়ারে কী হবে জানি না: বিজয়

এনামুল হক বিজয়ের পেজের ভিডিও থেকে
বিপিএলের চলমান আসরের ক্রিকেটারদের মান নিয়ে প্রশ্ন ছিল আগে থেকেই। মাঠের ক্রিকেটে তাদের পারফরম্যান্স আর কর্মকাণ্ড আরও বেশি প্রশ্ন তৈরি করেছে ক্রীড়ামোদি মানুষের মনে। বেশ কিছু ম্যাচেই ওয়াইড বলে ৫ রান দেয়া, টানা তিনটা ওয়াইড দেয়ার মতো অস্বাভাবিক অনেক ঘটনা ঘটেছে। যা নিয়ে স্পট ফিক্সিং নিয়ে মানুষের মনে অনেক প্রশ্নই ঘুরপাক খাচ্ছে।

promotional_ad

সবার মনে যখন সন্দেহের অবকাশ হয়েছে তখন ‘ফিক্সিং নিয়ে হাঁড়ির খবর ফাঁস! আকু'র নজরদারিতে ১০ ক্রিকেটার।’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে দেশের বেসরকারি চ্যানেল এখন টিভি। প্রতিবেদনে তারা জানায়, ফিক্সিং সন্দেহে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুর্নীতি দমন ইউনিট (এসিইউ) অন্তত ১০ জন ক্রিকেটার এবং চারটি ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে তদন্ত করছে। যেখানে ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে তারা। 


আরো পড়ুন

বিজয়ের ভ্রমণ নিষেধাজ্ঞার ব্যাপারে জানে না বিসিবি, গঠন হচ্ছে স্বাধীন তদন্ত কমিটি

১ ফেব্রুয়ারি ২৫
এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি

থিসারা পেরেরা, মোহাম্মদ মিঠুন, আরিফুল হকদের মতো ক্রিকেটারের পাশাপাশি এনামুল হক বিজয়ের নামও ছিল। অভিযোগ থাকায় ডানহাতি ওপেনারের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে! এমন খবর প্রকাশ করে বেশি কয়েকটি গণমাধ্যম। যদিও বিসিবি বিজ্ঞপ্তি দিয়ে নিশ্চিত করে তারা এমন কিছু জানে না। নিজের নামে এমন খবর প্রকাশ করায় ওই গণমাধ্যমদের উকিল নোটিশ পাঠাচ্ছেন বিজয়। ফেসবুকে পেজে একটি ভিডিও আপলোড করে সেটি নিশ্চিত করেছেন তিনি।


পাঠকদের সুবিধার্থে এনামুল হক বিজয়ের পুরো কথা তুলো ধরা হলো-


“আসসালামু আলাইকুম, আমি এনামুল হক বিজয়। আশা করি আপনারা ভালো আছেন। গত চার-পাঁচদিন ধরে আমার পরিবার এবং আমার উপর দিয়ে যা যাচ্ছে সেটা আসলে কারোরই জানা নাই। শুধু জানা আছে আমার। 


আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। আসলে ওরকম পরিস্থিতিতে ছিলাম না তাই আসলে কিছু বলা হয়নি। যখন কালকে দেখলাম আমাদের বিসিবি, আমাদের গার্ডিয়ান তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরে আসলে কথা বলার সুযোগ হয়েছে, আমি মনে করি সেটা কথা বলার সঠিক সময়। 



promotional_ad

আমি বিভিন্ন সময়ে, বিভিন্ন জায়গাতে গত তিন-চারদিন ধরে যা দেখে আসছি এটা কোন খেলোয়াড়ের জন্যই কাম্য নয়। যারা আসলে এই নিউজগুলো নিয়ে এটার মধ্যে মাসালা মিশিয়ে প্রচার করেছেন এবং এটা নিয়ে মজা নিচ্ছেন, মজা পেয়েছেন তাদের জন্য বলি আমি উকিল নোটিশ সবাইকে দিচ্ছি। যারা যারা এর মধ্যে জড়িত আছেন, যারা যারা এই নিউজগুলোকে সুন্দর বাহবা দিয়েছেন বা প্রমোট করেছেন। 


আরো পড়ুন

রাজশাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন সামারকুন

২ ঘন্টা আগে
দুর্বার রাজশাহীর হয়ে একটি ম্যাচ খেলেছেন লাহিরু সামারকুন

উকিল নোটিশ এক-দুদিনের মধ্যে তারা পেয়ে যাবে। তারপর আপনারা অবশ্যই এটা দেখতে পারবেন। আমি মনে করি একটা কথা বলি আজকে আমার উপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে ভবিষ্যতে যেতে পারে অন্য কোন খেলোয়াড়ের উপর দিয়ে। এর আগেও দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোন নিউজ তার কথা না শুনে, যেকোন একটা তথ্য পেয়ে নিউজ করে দেয়া আসলে জানি না আপনারা কী মজা পান। 


কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের উপর দিয়ে কী যায়, তার মানসিক অবস্থাটা কী থাকে। সবশেষ একটা কথা বলি এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের উপরে একজন মানুষের উপরে ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রমোট করেছেন যেটা একদমই কাম্য ছিল না। যারা এই নিউজগুলো করেছেন তারা একদমই ক্রিকেটের ভালো চান না। তারা দেশের ক্রিকেটের ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না। 


তাদেরকে আমি বলতে চাই এসব বন্ধ করুন এবং ক্রিকেটের পাশে থাকুন, পারলে মানুষের পাশে থাকুন। আমি অবশ্যই আমার সমর্থক, ভালোবাসার মানুষ, কাছের মানুষ, ইতিবাচক কথা বলেছেন, যারা আমাকে বিশ্বাস করে, আমাকে ভালোবাসে, যারা আমাকে সম্মান দেখিয়েছে, যারা ইতিবাচক ছিল, পাশে ছিল তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবসময় তারা আমার সত্যটাকে প্রচার করেছে এবং আমাকে ভালোবাসে।


মিডিয়াতেও আছে যারা আমাকে নিয়ে ইতিবাচক নিউজ করেছে, যারা বুঝেছে একদমই এটা মিথ্যা। তাদেরকেও ধন্যবাদ জানাই, তারা আমাদের কাছের মানুষ অবশ্যই। যারা হলুদ সাংবাদিকতা করেন, যারা প্রমোশনাল সাংবাদিকতা করেন, যারা ভিউয়ের সাংবাদিকতা করেন তাদের কাছে অনুরোধ একবার ভেবে দেখবেন আপনার পরিবারের উপর দিয়ে কী যেতে পারে বা আরেকজনের পরিবারের উপর দিয়ে কী যেতে পারে। আপনার না দেখে, না বুঝে, প্রমাণ ছাড়া নিউজ করার ফলে।



মানুষকে সবার সামনে থাপ্পর মারার পরে পরবর্তীতে যেয়ে তাকে সরি বলে সেটা সমাধান হতে পারে না। আপনারা যে নিউজটা করেছেন সেটা আমার মানসম্মান হয়েছে, আমার এত বছরের ক্যারিয়ারকে প্রশ্নবিদ্ধ করেছেন আপনারা। আমি জাতীয় দলে খেলতে চাই এরকম নিউজের পরে আমার কী রকম ক্যারিয়ার হবে আমি জানি না। কেমন হতে পারে, কেমন অবস্থায় থাকতে পারি আমি জানি না। 


আপনাদের কারণে আমার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে, আমার সম্মান হুমকির মুখে পড়েছে। আমার আর্থিক বা সামাজিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি, অসম্মানিত হয়েছি এটার দায়ভার কে নেবে। আপনারা যতই ‍সরি বলেন এটা তো উঠে আসবে না। আমি উকিল নোটিশ পাঠাচ্ছি, কালকে পরশুর মধ্যে এটা পেয়ে যাবে। তারপর এটা পাবলিকলি আমি প্রকাশ করব।”



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball