ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি: ফারুক আহমেদ
ছবি: গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ফারুক আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
দলটি এখনও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি। বিসিবি সভাপতি ফারুক আহমেদ মনে করেন ফ্র্যাঞ্চাইজিটির এমন কর্মকান্ড বিপিএলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। বিপিএলের এবারের আসরের আগে ফ্যাঞ্চাইজি দেয়ার সময় ঠিকভাবে যাচাই বাছাই করা হয়নি সেই দায়ও স্বীকার করে নিয়েছেন বিসিবি সভাপতি।
ফারুক-নাজমুলের মধ্যে লোভ-লালসা কেন আসে, প্রশ্ন সুজনের
৬ জানুয়ারি ২৫তিনি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বলেছেন, ‘রাজশাহী যা করেছে একটা টুর্নামেন্ট শেষ করে দিতে তারাই যথেষ্ট! তবে আজ থেকে পাঁচ মাস আগে পরিস্থিতি ভিন্ন ছিল। তখন আমাদের জানানোর দরকার ছিল বিপিএল হবে কি হবে না। ভাবমূর্তি খারাপ হয়েছে, স্বীকার করে নিচ্ছি। তবে এখান থেকে বের হয়ে আসব। আগামী বিপিএলে দেখবেন।’
এবারের বিপিএলের ভুলগুলো সুধরে নিয়ে আগামী বিপিএলে আরও ভালো আয়োজনের প্রতিশ্রুতি দিয়েছেন ফারুক আহমেদ। ভবিষ্যতে বিপিএল আয়োজনের দায়িত্ব কোনো ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেয়ার পরিকল্পনা রয়েছে বিসিবির। একই সময়ে আয়োজন হওয়ার বিপিএলের এখন প্রধান প্রতিদ্বন্দ্বী আইএল টি-টোয়েন্টি।
বিসিবিও ভিন্ন সময়ে বিপিএল আয়োজনের ভাবনায় আছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি। বিপিএলে দল কমিয়ে পাঁচ দলের করা হলেও লাভের মুখ দেখা যাবে বলে বিশ্বাস তার। চলতি বছর প্রায় ১০ কোটি টাকার টিকিট বিক্রি হয়েছে। এমনকি নিয়মিত বড় রান হচ্ছে। এগুলোকে এবারের বিপিএলে ইতিবাচক দিক হিসেবে উল্লেখ্য করেছেন তিনি।
দোষীদের বিচার না হলে বিপিএল ছাড়বেন বরিশাল ফ্র্যাঞ্চাইজির মালিক
২ ঘন্টা আগেবিসিবি সভাপতি বলেন, ‘অনেক ইতিবাচক দিক বলতে হবে। আমরা দেখেছি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আয়োজনে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আসলে কাদের সঙ্গে। (আরব আমিরাতের) আইএল টি-টোয়েন্টির সঙ্গে সূচি সাংঘর্ষিক না করলে অনেক ভালো হবে। বিপিএল আয়োজনে ম্যানেজমেন্ট কোম্পানিকে দিয়ে দেওয়ার চিন্তা আমাদের। বের করেছি কী করতে হবে। ৫ দলের হলেও আমাদের কাউকে খুঁজতে হবে না। উইন্ডো বের করেছি। প্রথম, দ্বিতীয় বছরে হবে না। তৃতীয় বছরেই দেখবেন লাভের মুখ দেখবে। আমাদের সময় দিতে হবে। আমাদের বুঝতে হবে এবার আয়োজনে কী কী চ্যালেঞ্জ ছিল। ৯০ শতাংশ টিকিট (১০ কোটি টাকার) বিক্রি হয়েছে। মাঠে রান হচ্ছে। ভালো খেলা হচ্ছে। এই ইতিবাচকগুলো আপনারা লিখুন।’
এদিন বিপিএলের ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন বাংলাদেশের অন্তবর্তীকালিন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে এদিন বৈঠক করেছেন। বিশেষ করে রাজশাহীর মালিককে কঠিন হুঁশিয়ারি দিয়েছেন। ক্রিকেটারদের টাকা পরিশোধ না করলে আইনি ব্যবস্থা নেবেন বলেও গণমাধ্যমকে জানিয়েছেন তিনি।
ম্যাচ শেষে আসিফ বলেছেন, ‘রাজশাহীর মালিকের সঙ্গে কথা বলেছি। তাঁকে পারিশ্রমিক পরিশোধের কথা বলেছি। তিনি সময়মতো না দিতে পারলে আমরা আইনি ব্যবস্থা নেব। বাংলাদেশের ভাবমূর্তি যে নষ্ট হয়েছে, আমরা এটাতে এত শ্রম দিলাম, এখানে কারণ সত্যানুসন্ধান কমিটি খুঁজে বের করবে।’ আসিফ মাহমুদ কথা বলেছেন চিটাগং কিংসের স্বত্বাধিকারীর সঙ্গেও। টুর্নামেন্টে পারভেজ ইমনের পারিশ্রমিক নিয়ে তাঁর মন্তব্যের জন্য সতর্ক করা হয়েছে। আসিফ বলেন, ‘এটা খুবই হতাশার। তাকে সতর্ক করেছি। খেলোয়াড়কে এটা বলার অধিকার তার নেই। তিনি তো খেলোয়াড়কে চুক্তির মাধ্যমে নিয়েছেন। বিসিবিকে বলছি এই ব্যাপারে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে।’