বিগ ব্যাশ শেষ আফ্রিদির
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
আগে ভাগেই বিগ ব্যাশ অধ্যায় শেষ শাহীন শাহ আফ্রিদির। হাঁটুর চোটের কারণে ব্রিসবেন হিটের হয়ে আর খেলা হচ্ছে না পাকিস্তানের এই পেসারের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরার নির্দেশনা দিয়েছে।
জেমস ভিন্সের সেঞ্চুরির সঙ্গে খুশদিল শাহর হাফ সেঞ্চুরিতে আগের ম্যাচেই মুলতান সুলতানসের বিপক্ষে ২৩৪ রান তাড়া করেছে করাচি কিংস। ফখর জামান ও ড্যারিল মিচেলের হাফ সেঞ্চুরিতে পাওয়া ২০১ রানের পুঁজি তাই খুব বেশি নিশ্চয়তা দিতে পারছিল না লাহোর কালান্দার্সের সমর্থকদের। তবে ইনিংসের প্রথম ওভারেই ডেভিড ওয়ার্নার ও ভিন্সকে ফিরিয়ে লাহোরকে আনন্দে ভাসালেন শাহীন আফ্রিদি।
গ্লোবাল সুপার লিগের (জিএসএল) প্রথম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে ফরচুন বরিশালের রিশাদ হোসেন। ‘চিরপ্রতিদ্বন্দ্বী’ রংপুরের হয়ে গায়ানায় খেলতে গিয়ে ডানহাতি লেগ স্পিনারের কপাল খুলেছে পাকিস্তান সুপার লিগে (পিএসএল)। লাহোর কালান্দার্সের টিম ডিরেক্টর সামিন রানা জানিয়েছেন, জিএসএলে প্রথম দেখাতেই রিশাদকে মনে ধরে তাদের। পরবর্তীতে ওয়েস্ট ইন্ডিজ সফরের পারফরম্যান্স ও বরিশালের হয়ে শাহীন আফ্রিদির সঙ্গে খেলা বিবেচনায় নিয়ে রিশাদকে দলে নিয়েছে লাহোর।
নাহিদ রানার প্রতি ঘণ্টায় ১৪০.৬ কিলোমিটার গতির লেংথ ডেলিভারিতে জায়গায় দাঁড়িয়ে ডিফেন্স করলেন শাহীন শাহ আফ্রিদি। ডানহাতি পেসারের বলটা খেলার পরোক্ষণেই আরও একবার ব্যাটিং শ্যাডো করে নিলেন তিনি। নাহিদের গতিময় ডেলিভারিটা খেলা যে সহজ ছিল না সেটাই যেন বোঝানোর চেষ্টা করলেন শাহীন আফ্রিদি। তখনই হাসতে হাসতে পাকিস্তানের তারকার দিকে এগিয়ে যাচ্ছিলেন নাহিদ।
৪৮ ঘণ্টারও কম সময় পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। এবারের বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলতে এসেছেন শাহীন আফ্রিদি। বিদেশি ক্রিকেটারদের মধ্যে তাকেই ধরা হচ্ছে এবারের বিপিএলের সবচেয়ে বড় তারকা।