ছেলেদের বিপিএলের পর ৩ দলের উইমেন্স বিপিএল
ছবি: অবশেষে উইমেন্স বিপিএলের চাওয়া পূরণ হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের, ক্রিকফ্রেঞ্জি
সবশেষ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কয়েকবার নারী বিপিএল চালু করার ইঙ্গিত দিয়েছিলেন। বেশ কয়েকবার জ্যোতিদের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি। তবে ভারতের মতো করে বাস্তবে রূপ দিতে পারেননি পাপন। সভাপতি পরিবর্তনের পর আরও একবার নারী বিপিএলের আলাপ তুলেছিলেন ক্রিকেটাররা।
অনূর্ধ্ব-১৯ নারী বিশ্বকাপের জন্য বাংলাদেশে দল ঘোষণা
২৬ ডিসেম্বর ২৪গত বছরের শেষের দিকে চলমান বিপিএলের মাসকট ও থিম সং উন্মোচনের সময় ফারুক আহমেদের কাছে ছেলেদের মতো মেয়েদেরও বিপিএল আয়োজনের আবদান করেছিলেন জ্যোতি ও পেসার জাহানারা আলম। সেই সময় আশ্বাসও দিয়েছিলেন বিসিবি সভাপতি। এবার তাদের চাওয়ার মাসখানেক পেরিয়ে যাওয়ার পরই মেয়েদের বিপিএল আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
নারী বিপিএলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘বোর্ড বেশ কিছুদিন ধরেই ভাবছিল আমরা নারীদের ক্রিকেটকে আরও কী কী ভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। সেই বিষয়টাকে মাথায় রেখে, নারীদের জন্য একটা বিপিএল করা যায় কিনা, সেটা নিয়ে চিন্তাভাবনা ছিল। আজকে সিদ্ধান্ত হয়েছে, আমরা সেটা করব।’
ওয়েস্ট ইন্ডিজের নারী সিপিএল হয় তিনটি দল নিয়ে। প্রতিবেশী দেশ ভারতের উইমেন্স প্রিমিয়ার আয়োজিত হচ্ছে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে। বিসিবিরও ভাবনা ছিল তিনটি কিংবা চারটি দল নিয়ে নারী বিপিএল আয়োজনের। নাজমুল আবেদীন নিশ্চিত করেছেন, তিনটি দল নিয়েই হবে নারী বিপিএলের প্রথম আসর। ৮-৯ দিনের টুর্নামেন্ট শুরু হবে ছেলেদের বিপিএলের পরই।
এ প্রসঙ্গে বিসিবির এই পরিচালক বলেন, ‘আমরা উইমেন’স বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করব। প্রথম আসরটি তিনটি দল নিয়ে করার পরিকল্পনা করা হয়েছে। এটা এই বিপিএল শেষ হওয়ার পরপরই অনুষ্ঠিত হবে। এর সময়সীমা থাকবে ৮-৯ দিনের ভেতরে।’
টুর্নামেন্ট আয়োজনে ইতোমধ্যে বেশ কিছু ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে বিসিবি। নারী ক্রিকেটকে এগিয়ে নিতে এবং প্রথমবারের মতো উইমেন্স বিপিএল আয়োজনে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। বিষয়টি নিশ্চিত করেছেন, নাজমুল আবেদীন। বিসিবির এই পরিচালকের বিশ্বাস, এমন আয়োজন নারী ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে।
নাজমুল আবেদীন বলেন, ‘আমরা এরই মধ্যে কিছু ফ্রাঞ্চাইজির সঙ্গে কথা বলেছি। তারা আগ্রহ দেখিয়েছে। এটা দিয়ে আমরা শুরুটা করতে চাই। দেখতে চাই, নারীদের এই প্রতিযোগিতা যদি সামনে নিয়ে আসি টি-টোয়েন্টি ফরম্যাটে, সেটার প্রভাব কী রকম হয়। আমরা আশা করছি, এটা নারীদের ক্রিকেটকে আরেক ধাপ এগিয়ে নেবে।’
ভারতের উইমেন্স প্রিমিয়ার লিগের মতো সিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ এবং ইংল্যান্ডের দ্য হান্ড্রেডেও বিদেশি ক্রিকেটার খেলানোর সুযোগ আছে। তবে প্রথমবারের মতো আয়োজিত হতে যাওয়া উইমেন্স বিপিএলে চারজন করে বিদেশি ক্রিকেটার থাকছে না। ফ্র্যাঞ্চাইজিদের আর্থিক চাপ সামলাতেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।
নাজমুল আবেদীনের ভাষ্য, ‘বিদেশি বেশি নয়, কারণ এখানে আর্থিক একটা বিষয় আছে। চার জন বিদেশি যদি নিতে চাই আমরা, সেক্ষেত্রে দলগুলোর ওপর একটা আর্থিক চাপ পড়বে। এই মুহূর্তে হয়তো দলগুলো সেই চাপটা নিতে চাচ্ছে না।’
‘আরেকটা বিষয় হলো, আমাদের যে দেশি ক্রিকেটার আছে, তাদেরও বেশি সুযোগ দেওয়ার পথে হাঁটতে চাই। তাই আমরা দল চারটা না করে তিনটা করেছি। যেন প্রতিদ্বন্দ্বিতা ভালো হয়। এই খেলার পর আমরা যেন বলতে পারি, আমাদের মেয়েরা পরের একটা ধাপে উন্নীত হয়েছে।’