‘ভালো না খেললে বাদ পড়তে হবে’, বাস্তবতা মানলেও লিটনকে মিস করবেন তানজিদ
ছবি: তানজিদ হাসান তামিম (বামে), লিটন দাস (ডানে), ক্রিকফ্রেঞ্জি
শেষ এক বছরে লিটনের ব্যাট হাসেনি তেমন। সাদা বলের ক্রিকেটে তার হাফ সেঞ্চুরি মোটে একটা। সেই হাফ সেঞ্চুরি নিয়েও আছে বেশ সমালোচনা। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।
লিটন-রিশাদ-নাহিদকে নিয়ে কেমন হলো পিএসএলের ৬ দলের স্কোয়াড
১৩ জানুয়ারি ২৫চ্যাম্পিয়ন্স ট্রফি হবে ওয়ানডে ফরম্যাটে। সেই ফরম্যাটে আরও বিবর্ণ লিটন। ৫ ইনিংস ব্যাট করে করেছেন মোটে ৬ রান। বিপিএলেও খারাপ ফর্ম যাচ্ছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর সবশেষ ম্যাচে যদিও বিধ্বংসী এক সেঞ্চুরি করেন লিটন। ৫৫ বলে খেলেন ১২৫ রানের ইনিংস। এর আগের ম্যাচে ৭৩ রানের ইনিংস খেলে দলকে বড় রান এনে দিয়েছিলেন তিনি।
তবে তার আগে টানা তিন ইনিংসে তিনি আউট হয়েছেন এক অঙ্কে, একাদশে সুযোগ মেলেনি এক ম্যাচে। গেল বছরে লিটনের ব্যাট তেমন কথা বলেনি। সাদা বলের ক্রিকেটে তার হাফ সেঞ্চুরি মোটে একটি। আফগানিস্তানের বিপক্ষে সেদিন ইনিংসের আদ্যন্ত ব্যাট করে লিটন হাফ সেঞ্চুরি করলেও দল জেতেনি, ম্যাচটা হেরে সেমিফাইনালের আশাও শেষ হয়ে যায়।
লিটনের বাদ পড়ার বাস্তবতা মেনে নিলেও তার জন্যে খারাপ লাগছে ঢাকা ক্যাপিটালসে খেলা তারই জাতীয় দলের সতীর্থ তানজিদের, 'ভালো না খেললে আমাদের বাদ পড়তে হবে। এটা আমাদের সবারই মেনে নিতে হবে। দাদা (লিটন) কেমন ব্যাটার এটা আমরা সবাই জানি। আমি নিজেও উনার একজন বড় ফ্যান। অবশ্যই সেদিক থেকে আমারও মন খারাপ যে উনি দলে নেই। আশা করব যে, তাড়াতাড়ি.. উনি যেভাবে শেষ দুটি ম্যাচ খেলেছেন আপনারা দেখেছেন যে উনার আত্মবিশ্বাসও অনেক উঁচুতে।'
'আশা করি সামনের ম্যাচগুলো উনি আরও ভালো খেলবে। আমি অনেক ভাগ্যবান। কেননা আমি উনার বড় ভক্ত। তো ওইপাশ থেকে উনার ব্যাটিং দেখাটাও একটা... তো কি বলব আমি অনেক উপভোগ করেছি উনার ব্যাটিং। চোখ জুড়ানো...উনার সব শটগুলো।'
এদিকে দল হিসেবে ঢাকা ক্যাপিটালসও ভালো অবস্থানে নেই। লিটন-তানজিদের সেঞ্চুরিতে শেষ ম্যাচে দাপুটে জয় পেলেও মৌসুমে প্রথম ছয় ম্যাচেই টানা হেরেছে দলটি। আগামী ম্যাচগুলোতে জিতে প্লে-অফ নিশ্চিত করতে চান তানজিদ।
তিনি বলেন, 'আসলে এখন অনেক গুরুত্বপূর্ণ খেলা হবে। আমাদের আর পাঁচটা ম্যাচ আছে। পাঁচটা ম্যাচের মধ্যে আমাদের সব জিততে হবে। ডু অর ডাই ম্যাচ আমাদের জন্য সবগুলো। চেষ্টা থাকবে যে পাঁচটা ম্যাচ আছে টুর্নামেন্টে সেখানে আমরা ম্যাচ বাই ম্যাচ আগাবো। কালকে যে খেলা আছে আমরা শুধু এটায় ফোকাস করতে চাই। প্রত্যেক ম্যাচ বাই ম্যাচ আমরা যদি সাকসেস হতে পারি তাহলে এখান থেকে ভালো কিছু হওয়া সম্ভব।'