‘নিজের মতো করে খেললে জিসান অবশ্যই সারপ্রাইজ প্যাকেজ’
ছবি: গণমাধ্যমে কথা বলছেন এনামুল হক বিজয়, ক্রিকফ্রেঞ্জি
বিপিএলের আগে এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টেও আগ্রাসী ব্যাটিংয়ে আলো ছড়িয়েছেন জিসান। সেই টুর্নামেন্টে সিলেট বিভাগের হয়ে সাত ম্যাচে ৪০.১৪ গড় এবং ১৫৮.৭৫ স্ট্রাইক রেটে ২৮১ রান করেন এই তরুণ ব্যাটার।
বিজয়কে সরিয়ে তাসকিনকে অধিনায়ক করল রাজশাহী
২০ জানুয়ারি ২৫সেই আসরে নাইম শেখ (৩১৬) ছাড়া কেউই তার চাইতে বেশি রান করতে পারেননি। এমন পারফরম্যান্সের পরও অবশ্য চলতি বিপিএলে ছন্দে নেই জিসান। ফরচুন বরিশালের বিপক্ষে ডাক মেরে শুরু করেন তিনি। পরের ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষেও তিনি ফেরেন শূন্য রানে।
এরপর অবশ্য বরিশালের বিপক্ষে ২৭ বলে ৩৮ রানের একটি ইনিংস খেলেছেন জিসান। এরপর আজকের ম্যাচে খুলনার বিপক্ষে করলেন ২৩। চার ম্যাচের সবগুলোতেই বোলিং করেছেন তিনি। এর মধ্যে ঢাকার বিপক্ষে বাদে সব ম্যাচেই একটি করে উইকেট নেন তিনি।
ম্যাচের আগে পারিশ্রমিক পাওয়ায় চাপহীন ছিলেন রাজশাহীর ক্রিকেটাররা
১৮ জানুয়ারি ২৫জিসানের প্রতি আস্থার কথা জানিয়ে বিজয় বলেন, ‘আসলে ও যদি ওর মত করে খেলে... দলের জন্য সারপ্রাইজ প্যাকেজ তো অবশ্যই। আশা করি সে এগুলো বুঝবে শিখবে। বিপিএলে তো আরও প্লেয়ার রয়েছে। তাদের সাথে যদি সে কথা বলে। ওর নিজের কোয়ালিটিও যদি সেভাবে মেইনটেইন করে।'
'অভিজ্ঞতার সাথে সাথে খেলার উন্নতি হবে। নিজেকে প্রমাণ করতে পারবে। বিপিএলে একটা চ্যালেঞ্জ থাকে। চ্যালেঞ্জটা পার করে ফেলতে পারবে তখন ব্যাপারটা ভালো। চ্যালেঞ্জিং কিন্তু আশা করি সে পারবে।'