‘তাসকিন এখনও সেরাটা দেখাতে পারেনি’
ছবি: দুর্বার রাজশাহীর হয়ে ৪ ম্যাচে ১২ উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, ক্রিকফ্রেঞ্জি
নতুন বছরের শুরুটা হয়েছে অবিশ্বাস্যভাবে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ১৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট। লিটন দাস, তানজিদ হাসান তামিম, স্টিফেন এস্কিনাজি ও শাহাদাত হোসেন দিপুর মতো ব্যাটারকে আউট করেছিলেন ডানহাতি এই পেসার। বিপিএলের প্রথম কোন বোলার হিসেবে এক ইনিংসে ৭ উইকেট নেয়ার কীর্তি গড়েছিলেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেট যা তৃতীয় ঘটনা।
বিপিএলে এখন পর্যন্ত ৪ ম্যাচে ১২ উইকেট নিয়ে তালিকায় সবার উপরে আছেন তাসকিন। এমন পারফরম্যান্সের পরও তাসকিন নিজেদের সেরাটা দিতে পারেননি বলে মনে করেন রাও ইফতেখার আনজুম। তাসকিনের সেরা পারফরম্যান্সকে নিজের চ্যালেঞ্জ হিসেবে দেখছেন রাজশাহীর সহকারী ও বোলিং কোচ। সেই সঙ্গে তাসকিনের বোলিংয়ের প্রশংসাও করেছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে রাও ইফতেখার বলেন, ‘তাসকিনকে আমি অনেক মূল্যায়ন করি। এমনকি আমি প্রথমে এসে তার সঙ্গেই কথা বলেছ। আমি যখন তাকে দেখি, তার কোয়ালিটি, তার উচ্চতা, বোলিং অ্যাকশন। একজন টপ বোলারের যে ধরনের কোয়ালিটি থাকা দরকার তার সব কিছুই আছে তার মাঝে।’
‘আমার মনে হয় সে এখনও তার সেরা পারফরম্যান্স দেখাতে পারেনি যেমনটা তার হওয়া উচিত। তার জন্য আমারও চ্যালেঞ্জ এটাই। সে খুবই ভালো একজন। তাসকিনের যে কোয়ালিটি প্রত্যাশা অনুযায়ী তার তেমন পারফরম্যান্স করা উচিত।’
বিপিএলের এবারের আসরটা ভালো যাচ্ছে না রাজশাহীর। এখন পর্যন্ত চার ম্যাচের মাত্র একটিতে জয় পেয়েছে এনামুল হক বিজয়ের দল। পরের ম্যাচে তাদের প্রতিপক্ষ খুলনা টাইগার্স। রাও ইফতেখারের চাওয়া খুলনার বিপক্ষে ম্যাচ দিয়েই জয়ের ধারাবাহিকতা শুরু করা।
তিনি বলেন, ‘আমার আসলে আলাদা করে কোন পরিকল্পনা নেই। প্রথম দিন থেকেই আমার একটাই পরিকল্পনা ছিল আমাদের সবগুলো ম্যাচ জিততে হবে৷ চারটি ম্যাচ খেলা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য এখনও আগের মতোই আছে। আমাদের সামনের সবগুলো ম্যাচ জিততে হবে। আমাদের ফোকাস আগামীকাল ম্যাচ জেতা। ইনশাআল্লাহ কালকে থেকেই শুরু হবে আমাদের জয়ের ধারাবাহিকতা।’