promotional_ad

‘কোচ-অধিনায়ককে বললে ভালো হবে’, শান্তর কিপিং নিয়ে রিশাদ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
মুশফিকুর রহিমের চোটে ফরচুন বরিশালের উইকেটকিপার হিসেবে খেলেছেন নাজমুল হোসেন শান্ত, ক্রিকফ্রেঞ্জি
টসের সময় তামিম ইকবাল বললেন, ‘একাদশে একটা পরিবর্তন। প্রীতম খেলছে না, শান্ত ফিরেছে।’ ফরচুন বরিশালের অধিনায়কের কথায় ধারণা পাওয়া গেল চোট কাটিয়ে আবারও কিপিংয়ে ফিরছেন মুশফিকুর রহিম। তবে বর্তমান চ্যাম্পিয়নদের একাদশের তালিকায় দেখা গেল ভিন্ন চিত্র। নাজমুল হোসেন শান্তর ভূমিকার পাশে লেখা বাঁহাতি ব্যাটার এবং উইকেটকিপার। এমন কিছু দেখে চোখ কপালে উঠে যাওয়ার মতো ব্যাপার।

promotional_ad

আন্তর্জাতিক কিংবা ঘরোয়া ক্রিকেট সব জায়গায় একজন টপ অর্ডার ব্যাটার হিসেবেই পরিচিত শান্ত। দলের প্রয়োজনে কখনও কখনও অফ স্পিন বোলিংও করেছেন। তবে বাংলাদেশ জাতীয় দল কিংবা যুব দলের হয়েও কখনও উইকেটকিপার হিসেবে ম্যাচ শুরুর অভিজ্ঞতা নেই শান্তর। অথচ এমন একজনেই নামিয়ে দেয়া হয়েছে উইকেটকিপার হিসেবে। পুরো মাচ জুড়ে উইকেটের পেছনটাও তাই সামলেছেন তিনি।


মুশফিক সেরে উঠতে না পারায় শান্তকে খেলানোর তাগিদেই এমন সিদ্ধান্ত হয়ত নিয়েছে বরিশাল। বাংলাদেশের অধিনায়কও হয়ত ম্যাচ খেলার আশায় এমন সিদ্ধান্তও মেনে নিয়েছেন। ম্যাচ শেষে রিশাদ হোসেনের কাছে জানতে চাওয়া হয় শান্তকে উইকেটকিপার হিসেবে খেলানোর সিদ্ধান্ত নিয়ে। তরুণ এই লেগ স্পিনার অবশ্য কোচ ও অধিনায়কের কোর্টে বল ঠেলে দিয়ে বলেন, ‘এটা কোচ আর অধিনায়ককে বললে মনে হয় ভালো হবে।’


promotional_ad

মুশফিকের চোটের ঘটনাটা ঘটে ঢাকা পর্বের শেষ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে। পেসার ইকবাল হোসেন ইমনের বলে বল ধরতে গিয়ে আঙুলে চোট পেয়েছিলেন তিনি। সেদিনের ম্যাচ শেষে প্রধান কোচ মিজানুর রহমান বাবুল নিশ্চিত করেছিলেন, মুশফিক ঠিক আছেন এবং পরের ম্যাচে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলবেন। সিলেট পর্বে বরিশালের ম্যাচের সময় জানা যায় শুধু ব্যাটার হিসেবে খেলবেন মুশফিক।


ফলে বাধ্য হয়েই একাদশে ‍উইকেটকিপার খেলাতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথম দুই ম্যাচে ডাগ আউটে বসে থাকা প্রীতম কুমারকে প্রথমবারের মতো সুযোগ দেয়া হয়। তরুণ এই উইকেটকিপারকে সুযোগ দিতে গিয়ে রাজশাহীর বিপক্ষে বেঞ্চে রাখা হয় শান্তকে। তবে আগের ম্যাচে ভালো করতে না পারায় প্রীতমের জায়গায় ফেরানো হয় বাঁহাতি এই ওপেনারকে। 


একাদশে ফিরেও সুযোগ কাজে লাগাতে পারেননি শান্ত। সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে চার মেরে রানের খাতা খুললেও তানজিম হাসান সাকিবের শর্ট ডেলিভারিতে হুক করতে গিয়ে টপ এজ হয়ে ক্যাচ দিয়েছেন জাকির হাসানের গ্লাভসে। বিপিএলের এবারের আসরের প্রথম দুই ম্যাচে শান্তর ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০ ও ৯ রান।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball