বিপিএলে চার-পাঁচ নম্বরে ব্যাট করতে চান আকবর

ছবি: গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন আকবর, ক্রিকফ্রেঞ্জি

টুর্নামেন্টের অষ্টম সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন রংপুরের অধিনায়ক। তার ব্যাট থেকে দুটি হাফ সেঞ্চুরি এসেছে এই টুর্নামেন্টে। পুরো আসর জুড়ে ১৪টা ছক্কা ১২টি চার মেরেছেন তিনি। ফলে বোঝাই যাচ্ছে ফর্মের তুঙ্গে থেকে বিপিএলে খেলতে নামছেন আকবর।
সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে রাজশাহী
২৭ জানুয়ারি ২৫
যদিও তার দল দুর্বার রাজশাহীকে ধরা হচ্ছে এবারের বিপিএলের অন্যতম দুর্বল দল। তবে এই দল নিয়েই আশাবাদী আকবর। তিনি মনে করেন এবার তাদের যথেষ্ট ভালো দল হয়েছে। নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারলে ভালো কিছুর সম্ভাবনাই দেখছেন তিনি।
গণমাধ্যমের সঙ্গে আলাপকালে আকবর বলেছেন, 'আপনি যখন একটা দলে খেলবেন, সেই দলটা নিয়ে আপনাকে সর্বোচ্চ পর্যায়ের আশাবাদী হতে হবে। আমরাও আমাদের দল নিয়ে আশাবাদী। আমাদেরও যথেষ্ট ভালো দল আছে। আমরা যদি নিজেদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারি, যেকোনো দিন যেকোনো দলকে হারাতে পারি। টি-টোয়েন্টি এমন একটা খেলা, যেখানে আপনি কাগজে-কলমে দল বানিয়ে ফল বের করতে পারবেন না। মাঠের খেলাই আসলে মূল।'

উইকেটরক্ষক ব্যাটার হিসেবে রাজশাহীর অন্যতম ভরসা হতে পারেন আকবর। নিজের পছন্দের চার বা পাঁচ নম্বরে ব্যাট করতে চান তিনি। তবে টিম ম্যানেজমেন্ট দলের কথা বিবেচনা করে আরও নিচে ব্যাট করাতে নামালেও তার কোনো আপত্তি নেই।
পারিশ্রমিক পরিশোধের জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় চেয়েছে রাজশাহী
৮ ফেব্রুয়ারি ২৫
নিজের ব্যাটিং পজিশন নিয়ে আকবর বলেছেন, 'ব্যক্তিগতভাবে চিন্তা করলে আমি মনে করি, পাঁচ নম্বর জায়গাটা খুব ভালো হবে। চার বা পাঁচ নম্বর। এর নিচে না। তবে দিন শেষে দল আমাকে যেভাবে চিন্তা করবে, সেভাবে খেলতে হবে। ব্যক্তিগত ইচ্ছার কথা নেওয়া হলে চার বা পাঁচ নম্বরে খেলতেই পছন্দ করব।'
এখনও অধিনায়ক বেছে নেয়নি বিপিএলের নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। তাসকিন আহমেদ, এনামুল হক বিজয়দের সঙ্গে দলটির অধিনায়কের বিবেচনায় আছেন আকবরও। প্রস্তাব এলে অধিনায়কত্ব নিয়ে ভাববেন বলেও জানালেন আকবর।
অবশ্য ব্যাপারটি টিম ম্যানেজমেন্টের ওপর ছেড়ে দিয়ে এই উইকেটরক্ষক ব্যাটার বলেছেন, 'এটা ভাবতে হবে। ম্যানেজমেন্ট থেকে প্রস্তাব এলে আমি অবশ্যই ভেবে দেখতে পারি। টিম ম্যানেজমেন্ট কীভাবে সবকিছু চাচ্ছে, এর ওপর এসব নির্ভর করছে।'