শেষ পিএসএল ম্যাচ খেলবেন রিয়াদ?

পিএসএল ২০১৮
শেষ পিএসএল ম্যাচ খেলবেন রিয়াদ?
Author photo
তামজিদুর রহমান
· ১ মিনিট পড়া

৪ ম্যাচের ২টিতে জয় নিয়ে বর্তমানে পাকিস্তান সুপার লীগের (পিএসএল) পয়েন্ট তালিকার চতুর্থতে অবস্থান করছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এবার দ্বিতীয় স্থান নিশ্চিত করতে আজ বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টায় মুলতান সুলতানসের মুখোমুখি হবে সরফরাজ আহমেদের নেতৃত্বাধীন কোয়েটা। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে জয়ের ধারায় ফিরতে মরিয়া হয়েই মাঠে নামবে গ্ল্যাডিয়েটর্সরা। কেননা গত ম্যাচে পেশোয়ার জালমির বিপক্ষে ৫ উইকেটে পরাজিত হতে হয়েছিলো তাদের।

অপরদিকে করাচি কিংসের বিপক্ষে নিজেদের সর্বশেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে যাওয়ায় আজকের ম্যাচে জয় পেতে উদগ্রীব থাকবে মুলতান সুলতানস দলটিও। এখন পর্যন্ত ৪ ম্যাচে ২ জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান শোয়েব মালিকের দলটির।

এদিকে আজকের ম্যাচে কোয়েটার জার্সিতে খেলার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদের। এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচে মাঠে নামার সুযোগ হয়েছে রিয়াদের।

তবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে সেই ম্যাচে ব্যাটিং কিংবা বোলিং কিছুই পাননি তিনি। তাই কিছুটা আক্ষেপ নিয়েই মাঠ ছাড়তে হয়েছে তাঁকে। এবার নিজের শেষ ম্যাচে খেলার প্রতীক্ষায় থাকবেন রিয়াদ।

কেননা আজকের ম্যাচের পরেই দেশের বিমান ধরতে হবে তাঁকে। দেশে ফিরে দলের সাথে নিদাহাস ট্রফিতে অংশ নিতে শ্রীলঙ্কা সফরে যাবেন তিনি। একাদশে রিয়াদ থাকলে সেক্ষেত্রে সাইডবেঞ্চে বসতে হবে রাইলি রুশোকে। 

অপরদিকে মুলতান সুলতান দলটির একাদশে তেমন কিছু পরিবর্তনের সম্ভাবনা নেই। এই ম্যাচেও ওপেনিংয়ে নামতে দেখা যাবে  কুমার সাঙ্গাকারা এবং আহমেদ শেহজাদকে। সাঙ্গাকারা ছাড়াও বাকি তিন বিদেশি ক্রিকেটারদের মধ্যে থাকবেন কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভো এবং ইমরান তাহির। 

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স একাদশ (সম্ভাব্য)-

আসাদ শফিক, শেন ওয়াটসন, উমর আমিন, কেভিন পিটারসেন, মাহমুদুল্লাহ রিয়াদ, সরফরাজ আহমেদ (অধিনায়ক), জন হেস্টিংস, মোহাম্মদ নেওয়াজ, হাসান খান, আনোয়ার আলি, রাহাত আলি। 

মুলতান সুলতানস একাদশ (সম্ভাব্য)- 

কুমার সাঙ্গাকারা, আহমেদ শেহজাদ, ডোয়াইন ব্রাভো, শোয়েইব মাকসুদ, শোয়েব মালিক (অধিনায়ক), কাইরন পোলার্ড, সাইফ বদর, সোহেল তানভির, ইমরান তাহির, জুনায়েদ খান, মোহাম্মদ ইরফান। 

আরো পড়ুন: this topic