আল-আমিন, আরিফুলে ম্লান তাইজুলের দুর্দান্ত স্পেল

ছবি:

৪ ম্যাচে মাত্র ১টি জয় নিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) পয়েন্ট টেবিলের দশম স্থানে আছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দলটি। নিজেদের গত ম্যাচেও শেখ জামালের বিপক্ষে ৫ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছিলো প্রাইম ব্যাংক।
আজ তাই ভাগ্য ফেরানোর লক্ষ্য নিয়েই বিকেএসপির তিন নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাবের বিপক্ষে মাঠে নামে মনির হোসেনের নেতৃত্বাধীন প্রাইম ব্যাংক। আর শুরুতে ব্যাটিং করে এদিন নির্ধারিত ৫০ ওভারে মিডল অর্ডার ব্যাটসম্যান আল-আমিনের অনবদ্য সেঞ্চুরিতে ২৫৯ রান সংগ্রহ করেছে প্রাইম ব্যাংক। এদিন আল-আমিন ছাড়াও ৮৭ রানের দারুণ আরেকটি ইনিংস খেলেছেন আরিফুল হকও।
এদিন বাংলাদেশ সময় সকাল ৯টায় শুরু হওয়া এই ম্যাচে টসে হেরে ব্যাটিং করতে নেমে মাত্র ১৭ রানের মাথায় ৫ উইকেট খুইয়ে বসেছিলো প্রাইম ব্যাংক। মূলত শুরুর দিকে তাদের ব্যাটিং লাইন আপে ধ্বস নামানোর কাজটি করেছিলেন মোহামেডানের স্পিনার তাইজুল ইসলাম এবং আইপিএলে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা বিপুল শর্মা।
প্রাইম ব্যাংকের তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান মেহেদি মারুফ, জাকির হাসান এবং ইউসুফ পাঠানের উইকেট তিনটি তুলে নিয়েছেন তিনি। অপরদিকে ওপেনার শাহনাজ আহমেদ এবং ছয় নম্বরে নামা নাহিদুল ইসলামকে ফিরিয়েছেন বিপুল শর্মা।
এরপর দ্রুত ৫ উইকেট খুইয়ে বসা প্রাইম ব্যাংককে আরো বিপদে ফেলে দিয়েছিলেন শুভাশিষ রায়। নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান সাজ্জাদুল হককে ৩৬ রানের মাথায় আউট করেন তিনি। সাজ্জাদুল আউট হওয়ার পর ব্যাটিংয়ে নামেন ডানহাতি ব্যাটসম্যান আল-আমিন।

দারুণ চাপের মুখে দায়িত্বশীল ব্যাটিং করে দুর্দান্ত একটি সেঞ্চুরি তুলে নেয়ার পাশাপাশি দলকে অনেকটা একাই বিপদ থেকে উদ্ধার করেন ২৪ বছর বয়সী এই ব্যাটসম্যান। যদিও সেঞ্চুরি হাঁকানোর পরেই ১১০ রান করে কাজি অনিকের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে তাঁকে।
তবে তাঁর সঙ্গী আরিফুল হক টিকে ছিলেন ইনিংসের প্রায় শেষ পর্যন্ত। ৮৭ রান করে সেই কাজি অনিকের বলে তিনিও বোল্ড হয়ে ফিরেছেন ৪৮.৪ ওভারের সময়। এছাড়াও শেষের দিকে ২৫ রান এসেছে দেলোয়ার হোসেনের ব্যাট থেকে।
আর এরই সাথে ৯ উইকেটে ২৫৯ রানের বড় সংগ্রহ নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় প্রাইম ব্যাংক। মোহামেডানের পক্ষে তাইজুল ইসলাম ৩টি উইকেট শিকার করেছেন। অপরদিকে বিপুল শর্মা এবং কাজি অনিক উইকেট নিয়েছেন ২টি করে।
উল্লেখ্য দুই দিন আগে নিজেদের ভাগ্য ফেরাতে ভারতীয় হার্ডহিটার ব্যাটসম্যান ইউসুফ পাঠানকে দলে ভিড়িয়েছে প্রাইম ব্যাংক। কিন্তু নিজের প্রথম ম্যাচেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন তিনি। আজ খেলতে নেমে শুন্য রানে আউট হয়েছেন তিনি। আর তার উইকেটটিও নিয়েছেন স্পিনার তাইজুল।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব দল-
মেহেদি মারুফ, শাহনাজ আহমেদ, জাকির হাসান, আল-আমিন, ইউসুফ পাঠান, নাহিদুল ইসলাম, সাজ্জাদুল হক, মনির হোসেন (অধিনায়ক), দেলোয়ার হোসেন, রুবেল হোসেন, আরিফুল হক।
মোহামেডান স্পোর্টিং ক্লাব দল-
শামসুর রহমান (অধিনায়ক), আমিনুল ইসলাম, রাকিবুল হাসান, এনামুল হক, জনি তালুকদার, ইরফান শুক্কুর, শুভাশিষ রায়, কাজি অনিক, রনি তালুকদার, তাইজুল ইসলাম, বিপুল শর্মা।