promotional_ad

মাশরাফি-বিজয়ের পুরস্কার ভাগাভাগি

promotional_ad
শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়ে লীগ টেবিলে শীর্ষস্থান ধরে রাখল তারকায় ভরা দল আবাহনী। বিকেএসপিতে সোহানদের ৪৭ রানে হারিয়েছে মাশরাফি-নাসিররা। 
আবাহনীর হয়ে ২৭১ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ ওভার বাকী থাকতেই ২২৩ রানে অল আউট হয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। এক মাত্র অধিনায়ক নুরুল আহসান সোহান ছাড়া কেউই আবাহনীর সামনে দাঁড়াতে পারেনি।
রান তাড়া করার সময় সোহানের ৭৩ বলে ৮৩ রানের বিধ্বংসী ইনিংসই শেখ জামালের শেষ ভরসা ছিল। তবে সোহানের বিদায়ে জয় সহজ হয়ে যায় আবাহনীর। 
ব্যাটে বলে আবাহনীর হয়ে দাপট দেখিয়েছেন দুই তারকা এনামুল হক বিজয় ও মাশরাফি বিন মুর্তজা। শুরুতে ব্যাট করা আবাহনীকে বড় পুঁজি এনে দিয়েছে বিজয়ের সেঞ্চুরি।
ছয়টি চার ও চারটি ছয়ের সাহায্যে ১২২ বলে ১১৬ রানের ইনিংস খেলেছেন আবাহনীর এই ওপেনার। ম্যাচের দ্বিতীয়ার্ধে বল হাতে এবারের মৌসুমের প্রথম পাঁচ উইকেট নিয়েছেন মাশরাফি।
প্রথম স্পেলে এসে টানা সাত ওভার বল করে দুই উইকেট তুলে শেখ জামালের কাজ কঠিন করে তোলেন তিনি। শেষের দিকে এসে দ্রুত তিন উইকেট শিকার করে শেখ জামালের হার তরান্বিত করেন মাশরাফি। 
আট ওভার তিন বলে মাত্র ২৯ রান খরচায় পাঁচ উইকেট শিকার করেছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। মূলত এই দুই নায়কের হাত ধরেই এবারের আসরের টানা পঞ্চম জয় তুলে নিয়েছে আবাহনী। যার কারনে ম্যাচ সেরার পুরস্কারও ভাগাভাগি করতে হয়েছে মাশরাফি ও বিজয়কে।



promotional_ad




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball