promotional_ad

ইমরুলের ফেরাটাই কাল হয়ে দাঁড়ালো গাজি গ্রুপের

promotional_ad

ঢাকা প্রিমিয়ার লীগের চলমান (ডিপিএল) আসরে প্রথমবারের মতো জয়ের দেখা পেয়েছে কলাবাগান ক্রীড়া চক্র। আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে জহুরুল ইসলামের গাজি গ্রুপ ক্রিকেটার্সকে ৫৫ রানে হারিয়েছে মুক্তার আলির নেতৃত্বাধীন কলাবাগান। 


এদিন শুরুতে টসে জিতে শুরুতে কলাবাগানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন গাজি গ্রুপের অধিনায়ক জহুরুল। পরবর্তীতে ব্যাটিংয়ে নেমে আকবর-উর-রহমান এবং তাইবুর রহমানের জোড়া অর্ধশতকে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে কলাবাগান।


২৩৩ রানের লক্ষ্যে এরপর খেলতে নেমে দুই ওপেনার জহুরুল ইসলাম এবং ইমরুল কায়েস ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন। জহুরুল সঞ্জিত সাহার বলে ১৭ রান করে আউট হলে নতুন ক্রিজে আসা ব্যাটসম্যান মমিনুল হকও আউট হয়ে যান দ্রুতই। মাত্র ৬ রান করে মাহমুদুল হাসানের বলে সাজঘরে ফেরেন তিনি। 



এরপর ডানহাতি ব্যাটসম্যান আসিফ আহমেদকে সাথে নিয়ে ৫২ রানের জুটি গড়ে দলকে কিছুটা বিপদমুক্ত করেন ইমরুল। আর এই জুটি গড়ার পাশাপাশি দারুণ ব্যাটিং করে ব্যক্তিগত অর্ধশতকও তুলে নেন তিনি। তার এই ইনিংসে ছিলো ৫টি ছয় এবং ৫টি চারের মার। 


পরবর্তীতে দলীয় ১০৮ রানের মাথায় আসিফকে (১৪) সাজঘরে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন আকবর-উর-রহমান। আসিফের ফেরার পর ইনিংস আর বেশি বড় করতে পারেননি ইমরুল কায়েস। ৭৪ রান করে মাহমুদুল হাসানের দ্বিতীয় শিকারে পরিণত হন তিনি। 


ইমরুল ফিরে যাওয়ার পর পরই রীতিমত তাসের ঘরের মত ভেঙ্গে পরে গাজি গ্রুপের ব্যাটিং লাইন আপ। মাত্র ৫৭ রানের ব্যবধানেই বাকি ৬ উইকেট হারিয়ে বসে তারা। গাজি গ্রুপের পক্ষে ইমরুলের পর নুরুজ্জামান দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান করেন।


বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই সেভাবে ভালো ইনিংস খেলতে পারেননি। ফলে শেষ পর্যন্ত ২৯ বল আগেই ১৭৭ রানে অলআউট হয়ে গেছে গতবারের ডিপিএল চ্যাম্পিয়নরা। গাজির ব্যাটিংয়ে ধ্বস নামানোর মূলে ছিলেন অলরাউন্ডার আকবর-উর-রেহমান।


ব্যাট হাতে ৮০ রানের ইনিংস খেলার পর বল হাতেও দারুণ উজ্জ্বল ছিলেন তিনি। মাত্র ৮.১ ওভারে ৩৫ রান দিয়ে ৪ উইকেট শিকার করেছেন তিনি। এছাড়াও সঞ্জিত সাহা এবং মাহমুদুল হাসান নিয়েছেন ২টি করে উইকেট। 



promotional_ad

কলাবাগানের ইনিংস-


প্রাইম দোলেশ্বরের বিপক্ষে গত ম্যাচেই অসাধারণ একটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক এবং এবারের ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলা মোহাম্মদ আশরাফুল। তবে সেই ফর্মের ধারাবাহিকতা আজ গাজি গ্রুপের বিপক্ষে খেলতে নেমে বজায় রাখতে ব্যর্থ হয়েছেন তিনি।  


ডিপিএলের ১৯তম ম্যাচে আজ ফতুল্লার খান সাহেব ওসমান আলি স্টেডিয়ামে গাজি গ্রুপ ক্রিকেটার্সের মুখোমুখি হয়েছে আশরাফুলের দল কলাবাগান। এই ম্যাচে শুরুতে ব্যাটিং করতে নেমে মাত্র ৮ রান করে আউট হয়েছেন আশরাফুল।  


আর আশরাফুলের ব্যর্থতার দিনে তাঁর দল কলাবাগানও স্বল্প পুঁজি নিয়ে ইনিংস শেষ করেছে। গাজি গ্রুপের বিপক্ষে আজ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৩২ রান সংগ্রহ করেছে কলাবাগান ক্রীড়া চক্র। 


এর আগে টসে জিতে কলাবাগানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন গাজি গ্রুপের অধিনায়ক জহুরুল ইসলাম। পরবর্তীতে খেলতে নেমে মাত্র ১ রান তুলতেই ওপেনার জসিমউদ্দিনকে (০) নিজের বলে ফিরতি ক্যাচ বানিয়ে ফিরিয়ে দেন গাজি গ্রুপের পেসার কামরুল ইসলাম রাব্বি।


এরপর কলাবাগানের ব্যাটিংয়ের হাল ধরতে ক্রিজে নেমেছিলেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে। ১৫ রানের মাথায় আবারো রাব্বির বলে আউট হতে হয়েছে তাঁকে। অধিনায়ক জহুরুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন সাবেক এই টাইগার অধিনায়ক।


আশরাফুল দ্রুত ফিরে গেলে আরেক ওপেনার মুনিম শাহরিয়ারকেও ফিরতে হয়েছে ৮ রান নিয়ে। ডলার মাহমুদের বলে বোল্ড হয়েছেন তিনি। তবে এরপরেই দুই মিডল অর্ডার ব্যাটসম্যান তাইবুর রহমান এবং আকবর-উর-রেহমানের ব্যাটে দারুণভাবে ঘুরে দাঁড়ায় কলাবাগান।


এই দুই ব্যাটসম্যান জুটি গড়েন ১০১ রানের। আর এই জুটির পথে তাইবুর তুলে নেন হাফসেঞ্চুরিও। তবে দলীয় ১২৪ রানে মমিনুল হকের বলে স্ট্যাম্পিংয়ের শিকার হয়ে তাইবুর (৫০) ফিরে গেলে আবারো বিপদে পড়ে কলাবাগান। 


অবশ্য ক্রিজে তখনও আশার প্রতীক হয়ে ছিলেন আকবর-উর-রেহমান। মিডল অর্ডার ব্যাটসম্যান মাহমুদুল হকের সাথে ৪০ রানের জুটি গড়ে সেঞ্চুরির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু ৮০ রান করে গাজি গ্রুপের ভারতীয় রিক্রুট রজত ভাটিয়ার বলে বোল্ড হয়ে ফিরতে হয় তাঁকে।




দলীয় ১৬৪ রানের সময় আকবর আউট হয়ে গেলে আর বেশিদূর এগোতে পারেনি কলাবাগান ক্রীড়া চক্র। ৭ উইকেটে ২৩২ রানেই থামতে হয়েছে তাদের। মাহমুদুল ৩৪ মুক্তার আলি এবং আবুল হাসান উভয়েই ১৯ রান করেন। 


গাজি গ্রুপের পক্ষে কামরুল ইসলাম রাব্বি, ডলার মাহমুদ এবং রুজত ভাটিয়া প্রত্যেকে ২ টি করে উইকেট শিকার করেছেন। আর একটি উইকেট পেয়েছেন মমিনুল হক। 


কলাবাগান ক্রীড়া চক্র- 


মুনিম শাহরিয়ার, জসিমউদ্দিন, মোহাম্মদ আশরাফুল, আকবর-উর-রেহমান, তাইবুর রহমান, মাহমুদুল হাসান, মুক্তার আলি (অধিনায়ক), আবুল হাসান, রাহাতুল ফেরদৌস, শাহাদাত হোসেন, সঞ্জিত সাহা। 


গাজি গ্রুপ ক্রিকেটার্স -


জহুরুল ইসলাম, মমিনুল হক, ইমরুল কায়েস, নাদিফ চৌধুরী, আসিফ আহমেদ, ডলার মাহমুদ, কামরুল ইসলাম রাব্বি, নাইম হাসান, টিপু সুলতান, নুরুজ্জামান, রজত ভাটিয়া।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball