জিতেই চলেছে মাশরাফিরা

ছবি:

গত বৃহস্পতিবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) তৃতীয় রাউন্ডের খেলা। আর এই খেলায় একের পর এক তাক লাগিয়েই চলেছে আসরের হট ফেবারিট দল আবাহনী।
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে খেলা দলটি এখন পর্যন্ত নিজেদের সবকটি ম্যাচে জয় পেয়েছে। একইসাথে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানেও আছে তারা।
এছাড়া তৃতীয় রাউন্ডের ম্যাচে প্রাইম ব্যাংককে হারিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে রূপগঞ্জ। সমান তিনটি ম্যাচে তাদের পয়েন্ট চার। এছাড়া লম্বা সময় পরে ডিপিএলে ফেরা অগ্রণী ব্যাংকের পয়েন্টও একই।

আব্দুর রাজ্জাকের দলটি রানরেটে পিছিয়ে থাকায় তাদের অবস্থান পয়েন্ট টেবিলের তিন নম্বরে। নিচের দিকে থাকা শেখ জামাল, প্রাইম দোলেশ্বর ও ব্রাদার্স ইউনিয়নও জিতেছে সমান দুইটি করে ম্যাচে।
দলগুলোর পয়েন্ট সমান হলেও নেট রান রেটে তাদের অবস্থান নির্ধারিত হয়েছে। তবে বিস্ময়কর বিষয় হচ্ছে গেলবারের চ্যাম্পিয়ন গাজী গ্রুপ ক্রিকেটার্স পয়েন্ট টেবিলের অনেক নিচে।
তিন ম্যাচে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছে তারা। ফলে টেবিলের নয় নম্বর স্থানেই খুশি থাকতে হচ্ছে তাদের। তবে এই আসরে এখন পর্যন্ত জয়ের সন্ধান পায়নি মোহাম্মদ আশরাফুলের কলাবাগান ক্রীড়া চক্র