মেহেদীর পাঁচ উইকেটে গাজী গ্রুপের দুর্দান্ত জয়

ঘরোয়া
মেহেদীর পাঁচ উইকেটে গাজী গ্রুপের দুর্দান্ত জয়
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নবাগত শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ২০ রানের ব্যবধানে হারিয়ে এবারের আসরে নিজেদের প্রথম জয় পেয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। 

আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৯ রান সংগ্রহ করে গাজী গ্রুপ। জবাবে ব্যাট করতে নেমে ৪৮.৪ ওভারে ২৫৯ রানে অল আউট হয় শাইনপুকুর।

এদিকে, টস হেরে ব্যাটিং করতে নেমে দলীয় ৫ রানেই ওপেনার শফিউল হায়াতের উইকেট হারায় গাজী গ্রুপ। শফিউল ৪ রান করে সাইফউদ্দিনের শিকার হয়েছেন শুভাগত হোমকে ক্যাচ দিয়ে।

তারপর, দলীয় ২৪ রানে ব্যক্তিগত ১৩ রান করে আরেক ওপেনার মেহেদী হাসান সাজঘরে ফিরে যান সুজন হাওলাদারের বলে বোল্ড হয়ে। এর পর তৃতীয় উইকেট জুটিতে ৪৬ রান যোগ করেন জাকির আলী ও জহুরুল ইসলাম।

জহুরুল ২৮ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন রায়হান উদ্দিনের বলে। আর জাকির আলী ৯০ রানের ইনিংস খেলে আউট হয়েছেন সাইফউদ্দিনের বলে রায়হানকে ক্যাচ দিয়ে।

আসিফ আহমেদ মাত্র ৫ রান করে ফিরেছেন আফিফ হোসেন ধ্রুবর ঘুর্নিতে। নাদিফ চৌধুরি ৭১ রান করে শুভাগত হোমের শিকার হয়েছেন। শেষ দিকে রজত ভাটিয়া ৫৮ ও আবু হায়দার কোনো রান না করে অপরাজিত থাকলে নির্ধারিত ৫০ ওভার শেষে ২৭৯ রান সংগ্রহ করে গাজী গ্রুপ ক্রিকেটার্স।

জবাবে ব্যাট করতে নেমে, সাদমান ইসলাম অনিক ও সাব্বির হোসেনের ৮৪ রানের ওপেনিং জুটিতে দুর্দান্ত শুরু পায় শাইনপুকুর। তারপর সাব্বির ৫৫ তুলে আউট হয়েছেন।

সাদমান ফিরেছেন ৪০ রান করে। তৃতীয় উইকেট জুটিতে ৮৬ রানের জুটি গড়ে দলের জয়ের আশা বাঁচিয়ে রাখেন তৌহিদ হৃদয় ও উদয়  কাউল। হৃদয় ৫১ রান করে আউট হয়েছেন আর কাউল ৫৯ রানে ফিরেছেন সাজঘরে।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকলে শাইনপুকুরের ইনিংস থামে ২৫৯ রানে। ফলে ২০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে গাজী গ্রুপ। মেহেদী হাসান একাই নিয়েছেন ৫ উইকেট। ২ টি উইকেট নিয়েছেন রুবেল আহমেদ। আর ১ টি উইকেট শিকার করেছেন আবু হায়দার।

আরো পড়ুন: this topic