রংপুর বিভাগের বোলারদের বিপক্ষে তাণ্ডব চালান মোসাদ্দেক। ৪ ছক্কা ও ৫ চারে ২০০ স্ট্রাইক রেটে ৩২ বলে খেললেন ৬৪ রানের ঝড়ো ইনিংস। ওমন ব্যাটিংয়ের পর বোলিংয়ে নিয়েছেন এক উইকেট। নাজমুল ইসলাম অপু, রিপন মণ্ডল ও তাইবুর রহমানদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১০০ রানে আটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রংপুরকে ৭১ রানে হারিয়ে এনসিএল টি-টোয়েন্টিতে বড় জয় পেয়েছে ঢাকা বিভাগ।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে ঢাকাকে ভালো শুরু এনে দিতে পারেননি আশিকুর রহমান শিবলি ও জিসান আলম। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় তারা। মুকিদুল ইসলাম মুগ্ধর গুড লেংথ ডেলিভারিতে মিড অনের উপর দিয়ে খেলার চেষ্টায় নাইম ইসলামের হাতে ক্যাচ দিয়েছেন আশিকুর। পাওয়ার প্লে শেষের আগে থামতে হয়েছে জিসানকেও। ১৬ বলে ১৭ রান করে ফিরেছেন আব্দুল গাফফার সাকলাইনের স্লোয়ার ডেলিভারিতে পুল করতে গিয়ে।
মাহিদুল ইসলাম অঙ্কনও ব্যাটিংয়ে প্রত্যাশা মেটাতে পারেননি। আনামুল হকের অফ স্টাম্পের বাইরের বলে উড়িয়ে মারার চেষ্টায় আউট সাইড এজ হয়ে পয়েন্টে ক্যাচ দিয়েছেন ১৮ বলে ২২ রান করে। ৬৭ রানে ৩ উইকেট হারানোর পর ১০৪ রানের জুটি গড়ে তোলেন আরিফুল ও মোসাদ্দেক। দুজনই পেয়েছেন হাফ সেঞ্চুরি। তাদের দুজনের ব্যাটেই মাত্র ৩ উইকেট হারিয়ে ১৭১ রান তোলে ঢাকা। রংপুরের হয়ে একটি করে উইকেট নিয়েছেন মুকিদুল, আনামুল ও সাকলাইন।
জয়ের জন্য ১৭২ রানের লক্ষ্য নিয়মিত বিরতিতে উইকেট হারায় রংপুর। বর্তমান চ্যাম্পিয়নদের হয়ে সর্বোচ্চ ৩৭ বলে ২৬ রানের ইনিংস খেলেছেন নাইম। এ ছাড়া আলাউদ্দিন ২১, আবু হাশিম ২৫ ও অধিনায়ক আকবর আলী ১২ রান করেছেন। অভিজ্ঞ নাসির হোসেন ১০ বলে ২ রান করেছেন। শেষ পর্যন্ত ১৭.১ ওভারে ১০০ রান করে থামতে হয় তাদের। ঢাকার হয়ে তিনটি উইকেট নিয়েছেন তাইবুর। দুইটি করে উইকেট পেয়েছেন অপু ও রিপন।