promotional_ad

পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে ৫০ কোটি টাকার স্টেডিয়াম

promotional_ad

উদ্বোধনের চার বছর পার হয়ে গেলেও এখনো কোনো জেলা পর্যায়ের ম্যাচ হয়নি গোপালগঞ্জের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। মূলত পর্যাপ্ত পরিচর্যার অভাবে নষ্ট হচ্ছে এই ব্যয়বহুল স্টেডিয়ামটি।


চার বছর আগে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর নিজ জেলা গোপালগঞ্জে শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামের উদ্বোধন করেন। মোট ১৩ একর জায়গার ওপর প্রতিষ্ঠিত এই স্টেডিয়ামটি সর্বমোট ৪৯ কোটি ৯৪ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছিল।


কিন্তু, নির্মম সত্য হচ্ছে আন্তর্জাতিক মানের এই স্টেডিয়ামের রক্ষণাবেক্ষণের জন্য কেউই নেই! মাঠের ঠিক মাঝখানে থাকা একমাত্র উইকেটটি খেলার উপযোগী নয়। এছাড়া নষ্ট হয়েছে স্টেডিয়ামের দু'টি সাইডস্ক্রিনও!



promotional_ad

এছাড়া ৫৩টি শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের বেশিরভাগই নষ্টের পথে। গ্যালারীর চেয়ারগুলো ভাঙা। তবে এই স্টেডিয়ামের বিদ্যুৎ বিলই নাকি ঠিকমতো দিতে পারছেনা গোপালগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা!


জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোখলেছুর রহমান সরকার সময় টিভিকে জানিয়েছেন, "যে প্রত্যাশা নিয়ে এই স্টেডিয়ামটি নির্মাণ করা হয়েছিলো তা পূরণ হয়নি। আমরা প্রস্তাব পাঠিয়েছি, স্টেডিয়ামের পাশে খালি জায়গায় আন্তর্জাতিক মানের একটি ডরমেটরি করার জন্য।"


উল্লেক্ষ, ১১ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামটিকে পুরোপুরি আন্তর্জাতিক মানের করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত তা অযত্ন অবহেলায় নষ্ট হতে যাচ্ছে। অনুশীলন করতে না পারায় গোপালগঞ্জ থেকে কোনো ক্রিকেটারও উঠে আসছে না।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball