promotional_ad

রাজ্জাক ৪৯৯*

promotional_ad

বিকেএসপিতে ইতিহাস গড়ার খুব কাছে থেকে ফিরতে হলো অভিজ্ঞ স্পিনার আব্দুর রাজ্জাককে। সাউথ জোনের এই স্পিনার ইষ্ট জোনের বিপক্ষে দিনের  শেষ বেলায় দ্রুত তিন উইকেট শিকার করে মরা ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনেন।


আর এক উইকেট হলেই বাংলাদেশের প্রথম শ্রেণীর ক্রিকেটের প্রথমবারের মত ৫০০ উইকেট স্পর্শ করতে পারতেন তিনি। মাইল ফলক স্পর্শ করতে পরের রাউন্ডের জন্য অপেক্ষা করতে হবে রাজ্জাককে।


ইষ্ট জোনের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে তিন উইকেট শিকার করার পাশাপাশি প্রথম ইনিংসেও ছয় উইকেট নিয়েছিলেন তিনি। পুরো ম্যাচে নয় উইকেট নিয়েছেন এই বাঁহাতি স্পিনার। 



promotional_ad

প্রথম শ্রেণীর ক্রিকেটে রাজ্জাকের পরেই সেরা উইকেট শিকারি আরেক বাঁহাতি স্পিনার এনামুল হক জুনিয়র। ৪৩৮ উইকেট মালিক ১১২ ম্যাচ খেলা এনামুল। তিনশোর ঘরে আছেন আরও তিন বাঁহাতি স্পিনার।


৩৫৮ উইকেট নিয়ে তৃতীয়তে আছেন মোসাররফ হোসাইন। ৩৪৬ উইকেটের মালিক সাকলাইন সজিবের পর আছেন আরেক বাঁহাতি স্পিনার ইলিয়াস সানি। প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪১ উইকেট নিয়েছেন তিনি।  


ছবিঃ ইত্তেফাক




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball