promotional_ad

ঘরোয়া ক্রিকেটে নিষিদ্ধ হতে যাচ্ছেন সাব্বির?

promotional_ad

জাতীয় ক্রিকেট লীগে (এনসিএল) দর্শকের গায়ে হাত তোলার গুরুতর অভিযোগ এসেছে জাতীয় ক্রিকেট দলের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমানের বিরুদ্ধে। ইতিমধ্যে গণমাধ্যমের কল্যাণে দেশের হাজারো ক্রিকেট প্রেমীরা জেনে গেছেন এই খবরটি। 


২০১৬ সালের বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরেও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বারো লাখ টাকা জরিমানা গুণতে হয়েছিলো জাতীয় দলের এই ব্যাটসম্যানকে। বিপিএলের সেই আসরে টুর্নামেন্টের গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক জানিয়েছিলেন ভবিষ্যতে আবারো এরূপ ঘটনায় জড়ালে নিষিদ্ধ হতে পারেন সাব্বির।



promotional_ad

মল্লিক বলেছিলেন, 'ভবিষ্যতে যদি এই ঘটনা সে দ্বিতীয়বার ঘটায় দ্যার্থহীনভাবে বলতে পারি যে আমাদের বোর্ড প্রেসিডেন্ট এসব ব্যাপারে খুবই কঠোর। সে নিষিদ্ধ হয়েও যেতে পারে।' 


তবে সাব্বির কি আসলেই শুধরানোর মানুষ? অন্তত তাঁর বেপরোয়া আচরণে পাঁড় ভক্তও মানতে পারবেন না যে নিজেকে শুধরিয়ে ফেলেছেন সাব্বির! সর্বশেষ নমুনা তো দেখা গেলো সদ্য শেষ হওয়া জাতীয় ক্রিকেট লীগের আসরেই।

এনসিএলের শেষ রাউন্ডের ম্যাচে রাজশাহীর হয়ে খেলার সময় মাঠ থেকে বেরিয়ে এক দর্শককে পিটিয়েছেন সাব্বির বলে অভিযোগ তুলেছেন মাঠের আম্পায়ার ও ম্যাচ রেফারি। আর এই অভিযোগ বিসিবির লেভেল ৪ শৃঙ্খলা ভঙ্গের সামিল। 

সুতরাং এর ফলে যে কঠিন শাস্তিই পেতে যাচ্ছেন সাব্বির তার ইঙ্গিত পাওয়া গেছে ইতিমধ্যে। জানা গেছে অভিযোগ প্রমাণিত হলে বিপদেই পড়তে হবে সাব্বিরকে। জাতীয় দলের একজন ক্রিকেটারের এরূপ আচরণে ক্ষুব্ধ টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজনও। তিনি বলেছেন, 

'আপনি যদি মাঠে এমন কোনো ছেলের গায়ে হাত তোলেন এটি আসলেই অনেক বেশি অফেন্ডেড। এটা কোনোভাবেই মেনে নেয়ার মতো ব্যাপার নয় আসলে। যেটাই হয়েছে আমি মনে করি গায়ে হাত তোলা কোনোভাবেই এই লেভেলে এসে কাম্য নয়। বিশেষ করে একজন জাতীয় দলের ক্রিকেটারের কাছে। যাকে দেখে মানুষ অনেক বড় কিছু শিখবে,সাব্বির হতে চাইবে।'

এদিকে আরেকটি সুত্র থেকে জানা গেছে বিতর্কিত এই ঘটনায় জড়ানোর ফলে পাঁচ লক্ষ টাকা জরিমানা সহ ঘরোয়া লীগের কয়েকটি ম্যাচে নিষিদ্ধ হতে পারেন সাব্বির। যদিও এরূপ শাস্তি সাব্বিরের বেপরোয়া এই আচরণে লাগাম দিতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। 

     




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball