শান্তর পরামর্শেই সফল সোহান, আক্ষেপ সেঞ্চুরি মিসের

এনসিএল টি-টোয়েন্টি
শান্তর পরামর্শেই সফল সোহান, আক্ষেপ সেঞ্চুরি মিসের
ম্যাচ সেরা হওয়ার পর হাবিবুর রহমান সোহান
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বিরূপ আবহওয়ার কারণে ১০ দিন স্থগিত ছিল জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির আসর। পরিবর্তিত সূচিতে শুক্রবার থেকে আবারও মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্টটি। দিনের প্রথম ম্যাচেই ৮ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে রাজশাহী। তারা হারিয়েছে খুলনা বিভাগকে।

রাজশাহীকে এ দিন পথ দেখিয়েছেন নাজমুল হোসেন শান্ত ও হাবিবুর রহমান সোহান। এই দুজনে ওপেনিং জুটিতেই তোলেন ১৪৮ রান। সোহান আউট হওয়ার আগে খেলেন ৪৫ বলে ৯৪ রানের ঝড়ো ইনিংস। ইনিংসে ছিল ১০টি চার ও ৬টি ছক্কা। শান্ত ৮টি চার ও ২টি ছক্কায় ৩৯ বলে ৬৫ রানে থাকেন।

নিশ্চিতভাবেই ৬ রানের জন্য সেঞ্চুরি মিসের আক্ষেপ পোড়াচ্ছে সোহানকে। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ডানহাতি এই ব্যাটার জানিয়েছেন তার খারাপ লাগছে সেঞ্চুরি না পেয়ে। শান্ত তাকে স্বাভাবিক খেলার পরামর্শ দিয়েছিলেন। সেই পরামর্শ মেনেই সফল হয়েছেন সোহান।

তিনি বলেন, 'অবশ্যই একটু খারাপ লাগবে কারণ সেঞ্চুরি আর হাফ সেঞ্চুরির মধ্যে অনেক পার্থক্য আছে। তো একটু খারাপ লাগছে কিন্তু তারপরও আলহামদুলিল্লাহ। আমি আমার ন্যাচারাল খেলাটা খেলার চেষ্টা করেছি। শান্ত ভাই আমাকে সবসময় বলছে যে তুই তোর ন্যাচারাল খেলাটাই খেল। আমি ওইটাই চেষ্টা করেছি কিন্তু হয়নি।'

শান্তর পরামর্শ নিয়ে খোলাসা করে সোহান বলেন, 'হ্যাঁ, অবশ্যই। উনি আমাকে একদম ফ্রি করে দিয়েছিল যে তুই তোর মতো খেল। এজন্য আমি ওইটাই চেষ্টা করছি। আমি আমার ফ্রি খেলাটাই খেলছি। আমি উপভোগ করি আর আসল কথা হচ্ছে গত বছর আমি এইচপির দুইটা ক্যাম্প করেছি। সেখানে স্কিল নিয়ে কাজ করেছি। ওইখানে আমরা ‘এ’ দলের সঙ্গে আমরা অনেকগুলো ম্যাচ খেলেছি। ওইখান থেকেই আত্মবিশ্বাসটা বেশি হচ্ছে।'

সর্বশেষ এনসিএল টি-টোয়েন্টিতে সেমিফাইনালে জায়গা করে নিতে পারেনি রাজশাহী। ৮ দলের মধ্যে ৭ নম্বরে থেকে তারা আসর শেষ করেছিল। ৭ ম্যাচে মাত্র দুটিতে জিতেছিল তারা। এবার দলটি দারুণ শুরু পেয়েছে। ২ ম্যাচে খেলেই একটি জয় তুলে নিয়েছে তারা।

এবারের দল নিয়ে বেশ আত্মবিশ্বাসী সোহান। দলের প্রতি প্রত্যাশা নিয়ে তিনি বলেন, 'অবশ্যই আমরা অনেক আত্মবিশ্বাসী। গতবারের থেকে আমাদের এবারের দলটা ভালো মনে করি। হ্যাঁ, আমাদের দলে অনেক...আছে। আমরা ম্যাচ জিতব এবং আমরা চ্যাম্পিয়ন হবো।'

আরো পড়ুন: এনসিএল টি-টোয়েন্টি