
শান্তর পরামর্শেই সফল সোহান, আক্ষেপ সেঞ্চুরি মিসের
বিরূপ আবহওয়ার কারণে ১০ দিন স্থগিত ছিল জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির আসর। পরিবর্তিত সূচিতে শুক্রবার থেকে আবারও মাঠে গড়িয়েছে এই টুর্নামেন্টটি। দিনের প্রথম ম্যাচেই ৮ উইকেটের দারুণ এক জয় তুলে নিয়েছে রাজশাহী। তারা হারিয়েছে খুলনা বিভাগকে।