promotional_ad

মুশফিক-মাহমুদউল্লাহর বিদায়ের গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহউদ্দিন

মুশফিকুর রহিম, মোহাম্মদ সালাহউদ্দিন ও মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি
ব্যাট হাতে ভালো সময় যাচ্ছে না মুশফিকুর রহিমের। ওয়ানডেতে সর্বশেষ ১৫ ইনিংসে মাত্র একটি হাফ সেঞ্চুরি এসেছে ব্যাট থেকে। চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ এই উইকেটরক্ষক ব্যাটার। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে আউট হয়েছেন শূন্য রানে। আর পরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ২ রান করে আউট হয়েছেন এই অভিজ্ঞ ব্যাটার।

promotional_ad

এর ফলে এই ব্যাটারকে নিয়ে চারিদিকে সমালোচনা বইছে। একই অভিজ্ঞতা মাহমুদউল্লাহ রিয়াদের। ওয়ানডেতে ভালো ফর্ম থাকলেও ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে হালকা চোটের কারণে খেলতে পারেননি। আর কিউইদের বিপক্ষে ফিরে করেছেন মাত্র ৪ রান। এই দুই টাইগার ব্যাটারের সমালোচনা করেছেন ভারতের সাবেক ক্রিকেটার ওয়াসিম জাফরও।


আরো পড়ুন

বাংলাদেশের প্রস্তুতির ঘাটতি ছিল, মানছেন সালাহউদ্দিনও

২ ঘন্টা আগে
পাকিস্তান ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কথা বলছেন মোহাম্মদ সালাহউদ্দিন

ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফি মিশন শেষ হয়ে গেছে। বাকি শুরু পাকিস্তানের বিপক্ষে নিয়ম রক্ষার ম্যাচ। গুঞ্জন আছে এই ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলতে পারেন এই দুই অভিজ্ঞ ক্রিকেটার। মুশফিক টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন আগেই। খেলেন শুধু ওয়ানডে আর টেস্ট। আর মাহমুদউল্লাহ অবসর নিয়েছেন টেস্ট আর টি-টোয়েন্টি থেকে।



promotional_ad

এই দুই ক্রিকেটারের অবসর নিয়ে গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এসে তিনি বলেছেন, 'গুঞ্জন যেহেতু আপনারা শুনেছেন ফলাফলটা আপনারাই দিয়ে দেন। আমরা তো কোনো কিছু শুনিনি। আপনারা যেহেতু শুনেছেন আপনারা পত্রিকার জন্য লিখে দিয়ে দেন। আমরা তো এখান থেকে কিছু বলতে পারব না।'


আরো পড়ুন

মুশফিক-মাহমুদউল্লাহদের হাত ধরে ট্রফি আসুক মানুষ এটাই চায়: ইমরুল

২৫ ফেব্রুয়ারি ২৫
মুশফিকুর রহিম (বামে), মাহমুদউল্লাহ রিয়াদ (ডানে) , ফাইল ফটো

বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে সবচেয়ে বড় চমক ছিল লিটন দাসের না থাকা। ফর্মের কারণে এই উইকেটরক্ষক ব্যাটারকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বর্তমানে টপ অর্ডারে খেলা ব্যাটাররাও ভালো করতে পারছেন না। ভারতের বিপক্ষে ৩৫ রানে ৫ উইকেট পরে গিয়েছিল টাইগারদের। নিউজিল্যান্ডের বিপক্ষেও শান্ত ছাড়া টপ অর্ডারের আর কেউ ভালো করতে পারেননি। ফলে লিটনের শূন্যতা ভোগাচ্ছে কিনা বাংলাদেশকে এমন জল্পনা কল্পনা উঁকি দিচ্ছিল চারিদিকে।



সালাহউদ্দিন এমন ধারণাও উড়িয়ে দিয়ে বলেছেন, 'একটু আগেই বললাম আমি অতীত নিয়ে পড়ে থাকি না। আমাদের স্কোয়াডে ১৫ জন ক্রিকেটার আছে, আমাদের তাদেরকে নিয়ে ভাবতে হবে। আমাদের কাছে যা নেই তা নিয়ে এখানে কিছুই করতে পারব না। টুর্নামেন্ট শেষে আমরা এটা নিয়ে ভাববো। আমরা যাদেরকে পেয়েছি স্কোয়াডে তারাই আমাদের সেরা ক্রিকেটার।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball