promotional_ad

নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনাররা ঘুরে দাঁড়াবেন, আশা জাকেরের

অনুশীলনে জাকের আলী, আইসিসি
ভারতের বিপক্ষে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হয়েছে বাংলাদেশের। ৩৫ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পরও বাংলাদেশ ২২৮ রান করতে সক্ষম হয়। সেই লক্ষ্য ৬ উইকেট আর ২১ বল হাতে রেখেই পেরিয়ে গেছে ভারত। বাংলাদেশ পরের ম্যাচ খেলবে পাকিস্তানের রাওয়ারলপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে।

promotional_ad

সেই ম্যাচে টপ অর্ডার ব্যাটারদের ঘুরে দাঁড়ানোর আশা ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের ব্যাটার জাকের আলী। ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্মানজনক সংগ্রহে বড় অবদান আছে তার। হৃদয়ের সঙ্গে জাকের ষষ্ঠ উইকেটে যোগ করেছেন ১৫৪ রান। এর মধ্যে জাকের করেছেন ৬৮ রান। পরের ম্যাচে ওপেনারদের দিকে চেয়ে আছেন এই ব্যাটার।


আরো পড়ুন

তাসকিন-নাহিদদের সঙ্গে জাকেরকে নিয়েও ভাবছে নিউজিল্যান্ড

৬ ঘন্টা আগে
মিচেল স্যান্টনার, জাকের আলী, আইসিসি

ভারতের বিপক্ষে ম্যাচের পর বার্তা সংস্থা এএনআইকে জাকের বলেছেন, ‘(রাওয়ালপিন্ডির) পিচ নিয়ে আমরা আশাবাদী। আশা করি আমাদের টপ অর্ডার ওখানে রান করবে। ওপেনাররা রান পেলে কাজটা সহজ হয়ে যায়। উইকেট ভালো আছে, যেটা আমরা সর্বশেষ পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচে দেখেছি। ভালো উইকেট পেলে আমরা দল নিয়ে আশাবাদী।’



promotional_ad

দুবাইয়ের উইকেট একটু স্লো হবে সেটা আগে থেকেই ধারণা করা যাচ্ছিল। তবে এমন উইকেটে আগে থেকেই শুরুতে ব্যাটিংয়ের চিন্তা ছিল বাংলাদেশের। জাকের মনে করেন এই ম্যাচের উইকেট সহজ ছিল না। তিনি উইকেট নিয়ে বলেন, ‘উইকেট একটু কঠিন ছিল, ব্যাট করা সহজ ছিল না। ইনিংসজুড়েই বল বাঁক নিয়েছে। উইকেটের সঙ্গে খাপ খাইয়ে নিয়ে আমরা খেলার চেষ্টা করেছি।’


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

৪ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

শুরুতে ৫ উইকেট হারানোর পরই বাংলাদেশের জন্য ম্যাচ কঠিন হয়ে যায় বলে দাবি জাকেরের। হৃদয়ের সঙ্গে তিনি ইনিংসের শেষ পর্যন্ত থাকতে পারলে বাংলাদেশের সংগ্রহ আরও বড় হত বলে মনে করেন জাকের। দ্রুত রান তুলতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন বলেও স্বীকার করে নিয়েছেন এই ব্যাটার। 



আক্ষেপ নিয়ে জাকের বলেছেন, 'দ্রুত ৫ উইকেট হারানোয় শুরুটা কঠিন হয়ে উঠেছিল। তাওহীদ ও আমি ভালো স্কোর করার চেষ্টা করেছি। কিন্তু ভালোভাবে ফিনিশ করতে পারিনি। আরও বড় সংগ্রহ পেলে ম্যাচটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়ে উঠত। আমি দ্রুত রান তুলতে চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আউট হয়ে যাই। (ওই সময়) দ্রুত রান তোলার কথা মাথায় ছিল।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball