promotional_ad

নাহিদ অনুপ্রেরণা দিচ্ছে বাংলাদেশ দলকেও

নাহিদ রানা ও মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি
সবশেষ পাকিস্তান সফরে বল হাতে গতির ঝড় তুলেছিলেন নাহিদ রানা। সাম্প্রতিক সময়ে দারুণ বোলিংয়ে প্রশংসা কুড়িয়েছেন ইয়ান বিশপ, হার্শা ভোগলে, শাহীন শাহ আফ্রিদিদের। পাকিস্তান সফরের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে গিয়েও ভালো করেছিলেন তিনি। এরপর বিপিএলের ধারাবাহিক পারফর্ম করে আলোচনার কেন্দ্র বিন্দুতে আছেন এই গতিময় পেসার।

promotional_ad

ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে চ্যাম্পিয়ন্স ট্রফির দলেও আছেন নাহিদ। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচের আগেও আলোচনায় আছেন নাহিদ। বিশেষ করে বিদেশি সাংবাদিকদের তাকে নিয়ে আগ্রহ অনেক। তাই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে এই পেসারকে নিয়ে অনেক প্রশ্নের উত্তর দিতে হয়েছে।


আরো পড়ুন

মুস্তাফিজ বড় ম্যাচের প্লেয়ার, নাহিদ বাংলাদেশের সম্পদ: ইমরুল

১৯ ফেব্রুয়ারি ২৫
ইমরুল কায়েস (বামে), নাহিদ রানা (মাঝে), মুস্তাফিজুর রহমান (ডানে)

অনেক বেশি আলোচনা হওয়ায় নাহিদ চাপে আছেন কিনা এমন প্রশ্নের জবাবে শান্ত বলেছেন, 'রানা অবশ্যই দেখেন যে রকম বোলিং করছে ওর ওপর একটু বাড়তি নজর থাকবেই। কিন্তু ওকে দেখে কখনো মনে হচ্ছে না যে ও প্রেসারে আছে, ও নরমাল আছে। ঠিকমতো অনুশীলন করে যাচ্ছে, কালকে যদি ওর খেলার সুযোগ হয় তাহলে অবশ্যই সেরাটা দেবে আমি বিশ্বাস করি।'



promotional_ad

টানা ম্যাচ খেলার ধকল সামলে নাহিদ নিজের গতি ঠিক রাখতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা। তবে শান্ত আত্মবিশ্বাসী নাহিদকে নিয়ে। এই পেসারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে ফিজিও-ট্রেনাররা কাজ করছেন বলেও জানিয়েছেন তিনি। ভারতের বিপক্ষে মাঠে নামলে এই পেসার নিজের সেরাটা দিতে পারবেন বলেও মনে করেন শান্ত।


আরো পড়ুন

মাহমুদউল্লাহর ফিটনেস দেখে একাদশ নিয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ

১০ ঘন্টা আগে
অনুশীলনে মাহমুদউল্লাহ রিয়াদ, আইসিসি

তিনি বলেন, 'রানা ঠিক আছে অবশ্য অনেকগুলো ম্যাচ একসাথে খেলেছে। এখন মোটামুটি ঠিক আছে। ফিজিও এবং ট্রেনার খুব ভালো মতো ওর ওয়ার্কলোডটা ম্যানেজ করছে। ও যদি কালকে খেলার সুযোগ পায় আমার মনে হয় যে ফ্রেশই থাকবে এবং ভালোভাবেই খেলার জন্য প্রস্তুত আছে।'



শান্ত আরও বলেছেন, 'মাঠে যখন তাকে এমন বোলিং করতে দেখি তখন পেস ইউনিটকে অনেক বেশি সহায়তা করে। এটা আমাদের মোটিভেটও করে যে প্রতিপক্ষকে কিভাবে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারি। এটা এমন জিনিসটা যেটা আমি পছন্দ করি। আমি চাইব সে যেন ফিট থাকে এবং সে তার ফর্ম ধরে রাখবে। আশা করি সে এটা ধরে রাখবে এবং আমরা আরও ২-৩জন ভালো পেসার পেয়েছি। আমাদের ভালো বোলিং ইউনিট আছে, আশা করি তারা তাদের ফর্ম ক্যারি করবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball