promotional_ad

'ভারত চ্যাম্পিয়ন, রোহিত সেরা ব্যাটার', ক্লার্কের ভবিষ্যদ্বাণী

মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া
একদিন পরেই মাঠে গড়াচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। এই টুর্নামেন্টে কারা আলো ছড়াবে কারা ভালো করতে পারবে না তা নিয়েই জল্পনা কল্পনা চলছে। বিভিন্ন সাবেক ক্রিকেটার ও ক্রিকেট বিশ্লেষকরাও নিজেদের পছন্দের দল নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে কথা বলেছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক।

promotional_ad

তিনি মনে করেন এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ রানের মালিক হবে রোহিত শর্মা। এমনকি ভারত চ্যাম্পিয়ন হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছেন তিনি। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ব্যাট হাতে দারুণ ফর্মে আছেন রোহিত। এটা দেখেও ভালো লাগছে ক্লার্কের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার ফর্মও বিশেষভাবে আশা দেখাচ্ছে।


আরো পড়ুন

ক্রিকেট অস্ট্রেলিয়ার হল অব ফেমে ক্লার্ক

২৩ জানুয়ারি ২৫
হল অব ফেমের পুরষ্কার হাতে মাইকেল ক্লার্ক, ক্রিকেট অস্ট্রেলিয়া

সম্প্রতি বিয়ন্ডক্রিকেট২৩ নামের একটি পডকাস্টে এসেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক। সেখানে বলেছেন, ‘আমি বলব ভারত চ্যাম্পিয়ন হবে। তাদের অধিনায়ক রোহিত শর্মাও ফর্মে ফিরেছে—আমি বলব সে হবে টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহক। তাকে রান করতে দেখে ভালোই লাগছে। আমি নিশ্চিত ভারতের তাকে দরকার।’



promotional_ad

এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে ১০ ম্যাচ খেলে ৪৮১ রান করেছেন তিনি। তাও আবার ৫৩.৪৪ গড়ে। এর মধ্যে রয়েছে এক সেঞ্চুরি ও চারটি হাফ সেঞ্চুরি। এদিকে ক্লার্কের চোখে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা বোলার হতে পারেন জফরা আর্চার। সেই সঙ্গে ইংলিশ এই পেসারকে মহাতারকা হিসেবে মূল্যায়ন করছেন ক্লার্ক।


আরো পড়ুন

বাংলাদেশের বিপক্ষে রোহিতের ক্যাচ মিসের সমালোচনায় পন্টিং

২২ ফেব্রুয়ারি ২৫
রিকি পন্টিং ও রোহিত শর্মা

সাবেক এই অজি অধিনায়ক বলেছেন, ‘আমি বলব আর্চার সবচেয়ে বেশি উইকেট পাবে। আমি জানি সে ইংল্যান্ডের; আমি মনে করি না যে তারা খুব ভালো করবে। কিন্তু আমি তাকে মহাতারকা মনে করি।’



সর্বশেষ আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়েছেন অজি ব্যাটার ট্রাভিস হেড। এমনকি ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার জয়েও বড় অবদান ছিল তার। চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট হওয়ার দৌড়ে নিজ দলের এই ব্যাটারকে রেখেছেন তিনি। তিনি বলেন, ‘তার আইপিএল ফর্ম ছিল অবিশ্বাস্য। আবার ভালো কিছু করতে তৈরি আছে।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball