থাইল্যান্ডের পর অস্ট্রেলিয়ায় সাকিব

ছবি:

আঙ্গুলের ইনজুরি এখনও সেরে উঠেনি টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের। তারপরও তাকে আসন্ন নিদাহাস ট্রফির জন্য দলে রেখেছিল নির্বাচকরা।
নির্বাচকরা আশা করেছিলো ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজের আগেই সেরে উঠবেন বাঁহাতি এই অলরাউন্ডার। আর সাকিব যদি সিরিজের শুরুতে সেরে না উঠেন তখন তার পরিবর্তে মাহমুদুল্লাহ রিয়াদ নেতৃত্ব দিবেন বাংলাদেশকে।
এমনটাই ছিল বিসিবির প্রাথমিক পরিকল্পনা। আঙ্গুলের চিকিৎসা করাতে সাকিব থাইল্যান্ডেও গিয়েছিলো। তবে কাজ হয়নি তাতে। ইনজুরি না সারায় দল থেকে বাদ গিয়েছেন তিনি।

আর তার পরিবর্তে দলে জায়গা পেয়েছে উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস। আর শেষ মুহূর্তে বিসিবির আগের ভাবনাটাই কাজে দিল। অর্থাৎ, দলের অধিনায়কত্ব করবেন মাহমুদুল্লাহ রিয়াদ।
আর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়া পাঠানো হচ্ছে সাকিব আল হাসানকে । শনিবার (৩রা মার্চ) বিসিবির পক্ষ থেকে সাকিবের অস্ট্রেলিয়া গমনের বিষয়টিকে নিশ্চিত করা হয়েছে।
উল্লেখ্য, শ্রীলংকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন সময়ে আঙ্গুলে চোট পান সাকিব। এরপর এই ইনজুরির কারণে শ্রীলংকার বিপক্ষে টেস্ট এবং টি-টুয়েন্টি সিরিজেও খেলা হয়নি তার।