ওল্ড ডিওএইচএস ক্লাবের কাউন্সিলর হিসেবে বিসিবির পরিচালক পদে নির্বাচন করবেন তামিম ইকবাল। ওল্ড ডিওএইচএস ক্লাবের যুগ্ম সম্পাদক তামিম সহ-সভাপতির দায়িত্বে আছেন গুলশান ক্রিকেট ক্লাবে। বাংলাদেশের সাবেক অধিনায়কের ক্লাবেরও কাউন্সিলরশিপ দেয়া হয়নি। গুলশানের প্রতিনিধি হিসেবে ২৫ সেপ্টেম্বর বিসিবিতে এসেছিলেন তিনি। যেখানে ১৫টি ক্লাবের হয়েই কথা বলেছেন।
সেই সঙ্গে নির্বাচন কমিশনকে জানিয়েছেন, কাউন্সিলরশিপ না দিলে ৩০০ জন ক্রিকেটার ও তাদের পরিবারের জীবন কঠিন হয়ে উঠতে পারে। কারণ ক্লাব স্পন্সর না পেলে তাদের বেশিরভাগই খেলার সুযোগ পাবেন। বাংলাদেশের সাবেক অধিনায়কের পাশাপাশি অন্য ক্লাবের প্রতিনিধিরাও এসেছিলেন শুনানিতে। তামিমদের এমন কথার একদিন পরই ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়া হয়েছে।
যার ফলে বিসিবি নির্বাচনে ভোট দিতে বাধা থাকছে না এক্সিউম ক্রিকেটার্স, ঢাকা ক্রিকেট একাডেমী, মোহাম্মদ ক্রিকেট ক্লাব, নবাবগঞ্জ ক্রিকেট কোচিং একাডেমী, পূর্বাচল স্পোর্টিং ক্লাব, গুলশান ক্রিকেট ক্লাব, ওল্ড ঢাকা ক্রিকেটার্স, ভাইকিংস ক্রিকেট একাডেমী, বনানী ক্রিকেট ক্লাব, নাখালপাড়া ক্রিকেটার্স, মহাখালী ক্রিকেট একাডেমী, ধানমন্ডি ক্রিকেট ক্লাব, প্যাসিফিক ক্রিকেট ক্লাব, স্যাফায়ার স্পোর্টিং ক্লাব ও আলফা স্পোর্টিং ক্লাবের কাউন্সিলরদের।
তাদের মধ্যে সবচেয়ে উল্লেখ্যযোগ্য ভাইকিংস ক্রিকেট একাডেমী। ক্লাবটির কাউন্সিলর হিসেবে বিসিবি নির্বাচনে অংশ নেয়ার কথা ছিল ইফতেখার রহমান মিঠুর। খসড়া তালিকায় না থাকলেও চূড়ান্ত ভোটার তালিকায় কাউন্সিলরশিপ ফিরিয়ে দেয়া হয়েছে বিসিবির সাবেক পরিচালককে। সবমিলিয়ে ১৯১ জন কাউন্সিলরের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন।
কাউন্সিলরশিপ দেয়া হয়েছে খসড়া তালিকায় ফাঁকা থাকা ৫ জেলা ক্রীড়া সংস্থার। নওগাঁ থেকে কাউন্সিলর হয়েছেন মোহাম্মদ রুবায়েদ হক। বগুড়া জেলা থেকে মোঃ রাকিবুল ইসলাম, পাবনায় মোঃ তওহীদ তারিক খান, সিরাজগঞ্জে মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সিলেট জেলা থেকে কাউন্সিলর হয়েছেন সৈয়দ ফজলে এলাহী। তবে নরসিংদী জেলা থেকে কাউকে কাউন্সিলরশিপ দেয়া হয়নি।