মুগ্ধ মনোজ তিওয়ারি

ছবি:

বাংলাদেশের ক্রিকেটে বেশ কিছু পছন্দর ক্রিকেটার আছে ভারতীয় ক্রিকেটার মনোজ তিওয়ারির। মুলত সাকিব আল হাসানের ভক্ত তিনি। এছাড়াও বেশ কয়েকজন তরুন ক্রিকেটারও তার পছন্দের।
এবার ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গাজী গ্রুপ অফ ক্রিকেটার্স দলে ছিলেন তিনি। আর সেখানকার কয়েকজন ক্রিকেটারের ভূয়সী প্রশংসা করেছেন ক্রিকফ্রেঞ্জিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে।
এদিকে নাইম হাসান বা মেহেদী হাসানের মতো তরুন ক্রিকেটারদের বাংলাদেশের ভবিষ্যৎ বলেই মনে করেন তিনি। এছাড়া স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ভক্ত তিনি।

তবে তার সবচেয়ে পছন্দের ক্রিকেটার আরেক টাইগার অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত। কলকাতা নাইট রাইডার্স দলে সাকিবের সাবেক এই সতীর্থ জানান,
'বাংলাদেশে অনেক পটেনশিয়াল ক্রিকেটার আছে। ডিপিএলে এদের বেশ কয়েকজনের সাথে খেলার সৌভাগ্য হয়েছে। দুই বছর আগে আমি মোসাদ্দেকের সাথে খেলেছি
'সে দারুণ ব্যাটসম্যান এবং বোলার। এছাড়া গাজী গ্রুপের মেহেদী হাসান, নাইম হাসানের খেলা দারুণ লাগে আমার। আর আবাহনী দলে বাংলাদেশ জাতীয় দলের মেহেদী হাসান মিরাজের ভক্ত আমি।'