একটি জয়ের প্রতীক্ষায় মিরাজ

ছবি:

ত্রিদেশীয় সিরিজ, টেস্ট সিরিজ এবং টি-টুয়েন্টি সিরিজ-- টানা তিনটি হারে অস্থিরতায় সময় কাটছে দেশের ক্রিকেটের। আর আসন্ন ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে একটি জয়ই পারে মানসিক প্রশান্তি এনে দিতে।
জাতীয় দলের স্পিন অলরাউন্ডার তাই আশায় আছেন আসন্ন সিরিজে একটি জয় পাওয়ার। একইসাথে তিনি মনে করছেন, ঘরোয়া ক্রিকেটে ভাল খেলে সামনের সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে টাইগাররা।
"আমাদের বোলাররা ভাল বল করছে। কিন্তু ওরা আরও বেশি ভাল ব্যাট করছে, যার কারনে আমরা পিছিয়ে পরছি। তবে আমাদের ঘরোয়া ক্রিকেটে আমরা যদি নিজেদের শুধরে নিতে পারি, তাহলে ভাল করার সম্ভাবনা আছে।
"চ্যাম্পিয়ন হতে হলে অনেক দূরে যেতে হবে। আপাতত আমরা একটা একটা ম্যাচ নিয়ে ভাবার চিন্তা করছি। আসলে এই মুহূর্তে একটি জয়ও অনেক গুরুত্বপূর্ণ।"

আত্মবিশ্বাসী মিরাজ মিডিয়াকে আরো বলেন, "ক্রিকেট খেলায় ভাল বা খারাপ সময় থাকবেই। তারপরেও আমার মনে হয় আমাদের সবার আত্মবিশ্বাস আছে ঘুরে দাঁড়ানোর। যেকোনো সময়ে আমরা ঘুরে দাঁড়াতে পারি।"
একইদিনে মোহাম্মদ আশরাফুলও মিরাজের মত ঘরোয়া ক্রিকেটে মনোযোগ দিতে বলেছেন টাইগারদের, "এই কঠিন সময় কাটিয়ে উঠতে হবে। এই সময় সবাই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলবে। ১৮০-২০০ রান অতিক্রম করতে হবে-- এই মানসিকতায় আমাদের নিজেদের গড়ে তুলতে হবে।"