promotional_ad

দেশি ক্রিকেটারদের পারফরমেন্সে স্বস্তি সাবেকদের

promotional_ad

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসর সব দিক দিয়ে আগের আসগুলোকে ছাড়িয়ে গেছে। আগের চেয়ে এবার অনেক বেশি বিদেশি ক্রিকেটারদের উপস্থিতি ছিল। এতো এতো বিদেশির ভিড়ে নিজেদের পারফরমেন্স উপরে তুলে এনেছেন স্থানীয় ক্রিকেটাররা।


এ কারণেই বিপিএল সাধুবাদ পাচ্ছে সাবেক ক্রিকেটারদের কাছ থেকেও। সফলতার বড় দিক হিসেবে স্থানীয়  ক্রিকেটারদের পারফরম্যান্সকেই দেখছেন তারা। তবে আম্পায়ারিং-উইকেট ও টিভি প্রোডাকশনে আরো উন্নতির তাগিদ দিয়েছেন দেশের সাবেক ক্রিকেটাররা।


সেই সাথে বিপিএলে পারফর্ম করা ক্রিকেটারদের প্রতি বাড়তি মনোযোগ দিতে বিসিবির প্রতি আহ্বান জানিয়েছেন তারা। একমাসের কঠিন লড়াই শেষে বিপিএলের এবারের আসরের সমাপ্তি হয়েছে। আবারো এক বছরের অপেক্ষা বিপিএলের ষষ্ঠ আসরের জন্য।



promotional_ad

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ মনে করেন, বিপিএলে প্রতি দলে চারজন  করে বিদেশি ক্রিকেটার খেললে দেশি ক্রিকেটারদের পারফরমেন্স করার সুযোগ বাড়বে। এই প্রসঙ্গে ফারুক বলেন,  'বিশ্বের চার পাচঁটি আসরের মধ্যে বিপিএল জায়গা করে নিয়েছে। বিপিএলে চারজন বিদেশি ক্রিকেটার থাকলে ভালো হয়।'  


বিপিএলের একটি সফল আসর শেষে কিছু প্রশ্ন রয়েই গেছে। সেটা বাজে আম্পায়িরিং, ঢাকার লো স্কোরিং উইকেট, দর্শক স্বল্পতা কিংবা কোয়ালিফাইং টু'র বিতর্ক। টিভি প্রোডাকশন নিয়েও আছে বিতর্ক। এতো কিছু তৈরির পরও বিপিএলকে স্থানীয় ক্রিকেটার তৈরির মঞ্চ বলছেন ফারুক আহমেদ।


তরুণ ক্রিকেটারদের যত্ন নেয়ার জন্য, বিসিবিকে পরামর্শ দিয়েছেন এই সাবেক ক্রিকেটার, 'বিপিএল লোকাল ক্রিকেটার তৈরির মঞ্চ। এটাই আসল চাওয়া। এবারও তরুণরা আশাবাদী করছে। আরিফুল, জাকির, শান্ত, আফিফদের পরিচর্যা দরকার। তাদের উপর নজর রাখতে বিসিবিকে পদক্ষেপ নিতে হবে।'



আরেক সাবেক ক্রিকেটা ওমর খালেদ রুমি মনে করেন এবারের বিপিএলে থেকে আরও বিদেশি ক্রিকেটার উঠে আসা দরকার ছিল। তাছাড়া,যারা ভালো করেছে তাদের মধ্য থেকে কয়েকজন যদি অন্তত টি২০ দলে সুযোগ পায় তা অন্য ক্রিকেটারদের জন্য অনুপ্রেরণা হবে বলে জানিয়েছেন তিনি।


রুমির ভাষ্যমতে, 'আমি চাচ্ছিলাম আরও কিছু ছেলে উঠে আসুক। হয়তো ভবিষ্যতে হবে। তাদের খেলা সত্যিই ভালো লেগেছে আমার। টি২০ তে তারা যদি জাতীয় দলে সুযোগ পায় তাহলে অন্য আরও ছেলেরা উৎসাহিত হবে। তাদের আগ্রহ আরও বাড়বে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball