বিপিএলের গেইলকে বিগ ব্যাশে চান হগ

বাংলাদেশ
বিপিএলের গেইলকে বিগ ব্যাশে চান হগ
Author photo
সৈয়দ সামি
· ১ মিনিট পড়া

মঙ্গলবার বিপিএলের ফাইনালে ক্রিস গেইল মাত্র ৬৯ বলে অপরাজিত ১৪৬ রানের বিধ্বংসী ইনিংসে খেলেছেন। এই ইনিংস খেলার পথে ১৮ টি ছয় হাঁকিয়েছেন তিনি। এই সেঞ্চুরি দিয়ে টি-টুয়েন্টি ক্রিকেটের ইতিহাসে নিজের নাম লিখিয়েছেন অনেক রেকর্ডে।

এদিকে, বেশ অনেকদিন ধরেই অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টুয়েন্টি আসর বিগ ব্যাশ লিগের (বিবিএল) দরজা বন্ধ হয়ে আছে এই ব্যাটিং দানবের। বিপিএলের ফাইনালে অসাধারণ এই ইনিংসের পর তার দল মেলবোর্ন রেনেগেডসের সতীর্থ ব্র্যাড হগ মনে করছেন বিবিএলে আর একটি সুযোগ প্রাপ্য এই টি২০ ক্রিকেটের ফেরিওয়ালার।

২০১৫-১৬ মৌসুমে ম্যাচ চলাকালীন সময়ে উপস্থাপিকাকে অপ্রীতিকর মন্তব্য  করে নিষেধাজ্ঞার খড়গে পড়েন গেইল। এ ঘটনার পর বিবিএলে তাকে অংশ নিতে দেয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।তারপরও, টি-টুয়েন্টির বিভিন্ন বৈশ্বিক লিগে অংশ নিয়ে তার ধ্বংসযজ্ঞ চালিয়ে গেছেন এই ক্যারিবিয়ান তারকা।

তবে মঙ্গলবারের ইনিংসে ১৮টি ছয় মেরে একসঙ্গে অনেক রেকর্ডে নাম লিখিয়ে আবারও আলোচনায় এসেছেন গেইল। সাবেক অস্ট্রেলিয়ান তারকা ব্রেড হগের মতে তার (গেইল) মতো ক্রিকেটারের থাকা উচিত বিগ ব্যাশে, 'আপনি সবসময়ই চাইবেন সেরা খেলোয়াড়রা এখানে খেলুক। সে যদি অন্য কোথাও না খেলে তাহলে এখানে ফিরে আসতে না পারার কোন কারণ দেখি না।'

গেইলের অপ্রীতিকর মন্তব্য প্রসঙ্গে হগ জানিয়েছেন, ভুল থেকে শিক্ষা নিয়ে আচরণ পরিবর্তন করাই তো আসল অভিজ্ঞতা, 'আগে যা হয়েছে তা হতাশাজনক। সবাইকেই তাদের ভুল থেকে বেরিয়ে আসতে হবে। আর মাঠে যেন এমন কিছু না হয় তাও নিশ্চিত করতে হবে।'

বিপিএলের ফাইনালের পর ক্রিস গেইল নিজেকে সর্বকালের সেরা ব্যাটসম্যান হিসেবে দাবি করেছেন। হগ অবশ্য জানিয়েছেন, এটা মজা করেই বলেছেন গেইল। কারণ তিনি এমনই। হগের ভাষ্যমতে, 'ক্রিস এমনই। এটাই তার মজা করার ধরণ।' কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে চলতি সপ্তাহেই উইন্ডিজ দলের সঙ্গে যোগ দেয়ার কথা রয়েছে গেইলের।

আরো পড়ুন: this topic