শীর্ষ উইকেটের তালিকায় দেশীয়দের জয়জয়কার

বাংলাদেশ
শীর্ষ উইকেটের তালিকায় দেশীয়দের জয়জয়কার
Author photo
ইনতেছার
· ১ মিনিট পড়া

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে বল হাতে দারুণ সময় কাটাচ্ছে বাংলাদেশী বোলাররা। যদিও এর বিপরীত চিত্র ব্যাটসম্যানদের ক্ষেত্রে। দেশীয় ব্যাটসম্যানরা যতই অধারাবাহিক, ঠিক ততোটাই মনোমুগ্ধকর দেশীয় বোলারদের পারফর্মেন্স।

উইকেট তালিকার শীর্ষে আছেন খুলনা টাইটান্স দলের পেসার আবু জায়েদ রাহী। ১৯.৬৬ গড় এবং ৯.২১ ইকোনমিতে ৯ ম্যাচে ১৫ উইকেট তার। সেরা বোলিং ফিগার ৪/৩৫। এরপরে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ঢাকা ডায়নামাইটস পেসার আবু হায়দার রনি।

৭.২২ ইকোনমি রেট এবং ১৫.২৫ গড় তার। সেরা ৩/১১। তৃতীয় আছেন চিটাগাং ভাইকিংসের তাসকিন আহমেদ। ২২.৫০ গড় এবং ৯.৭০ ইকোনমিতে তার সংগ্রহও ১২ টি উইকেট।

চতুর্থ অবস্থানে আছেন মাত্র ৫ ম্যাচ খেলা আফ্রিদি। ১১.৭২ গড় এবং ৬.৭৮ ইকোনমিতে তার সংগ্রহ ১১ উইকেট। সেরা ৪/১২। ১১ টি উইকেট আছেন ডায়নামাইটস অধিনায়ক সাকিব আল হাসানেরও।

১৮.৩৬ গড় এবং ৭.৫২ ইকোনমি আছে সাকিবের। সেরা ৫/১৬। সেরা দশের তালিকায় দেশীয়দের মধ্যে আরও আছেন শফিউল ইসলাম (ষষ্ঠ), মোহাম্মদ সাইফুদ্দিন (সপ্তম), মাশরাফি বিন মর্তুজা (অষ্টম) এবং আবুল হাসান (দশম)। 


আরো পড়ুন: this topic