যত ইচ্ছে সমালোচনা করেন, এটা আপনাদের অধিকার: হৃদয়

বাংলাদেশ- আয়ারল্যান্ড সিরিজ
যত ইচ্ছে সমালোচনা করেন, এটা আপনাদের অধিকার: হৃদয়
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন তাওহীদ হৃদয়, ফাইল ফোটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সমালোচনা ঠিকভাবে গ্রহণ করতে পারলে তা থেকেও ইতিবাচক কিছু পাওয়া যায়, এমনটাই বিশ্বাস তাওহীদ হৃদয়ের। তবে বাংলাদেশ দলের এই ব্যাটারের অনুরোধ, সমালোচনা যেন যুক্তির ভিত্তিতে হয়। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ক্যারিয়ারসেরা ইনিংস খেলার পর সংবাদ সম্মেলনে এসে এমনটাই জানান হৃদয়।

ম্যাচে দলের ১৪২ রানের মধ্যে অপরাজিত ৮৩ রান করেন হৃদয়। এমন ইনিংসের দিন অবশ্য মনে রাখতে চাইবেন না হৃদয়। ১৮২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের এমন ব্যর্থতার কথা অকপটে স্বীকার করেছেন তিনি।। ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে লিটন দাসের দল একেবারেই লড়াই করতে পারেনি। এর আগের সিরিজেও ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ।

হৃদয় বলেন, 'আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। আমাদের হাতে নিয়ন্ত্রণ নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের অধিকার। আপনারা করেন। এখান থেকেও ইতিবাচক দিক হতে পারে। আপনার দুই-একটা কথায় আমাদের তো অনেক কিছু বদলে যেতে পারে। অবশ্যই এটা ইতিবাচকভাবে দেখছি।'

'আমি অনুরোধ করছি যে, আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। মানে, কিছু সময় আছে যে, আমরা বাঙালি অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকে। জিনিসটা এমন যেন না হয়। (সমালোচনা) অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন। এখান থেকে তো অনেক কিছু আমাদের ম্যাসেজ আমরাও পেতে পারি, যদি ভালো কিছু হয়।'

সাম্প্রতিক সময়ে তাকে ঘিরে হওয়া সমালোচনার প্রসঙ্গ উঠতেই একটু ভিন্ন সুরে উত্তর দেন হৃদয়। জাতীয় দলে নিচের দিকে ব্যাট করা কি তার স্বাভাবিক ব্যাটিংয়ে প্রভাব ফেলছে, এমন প্রশ্নে তিনি স্পষ্ট করেন দলে তার অবস্থান।

তিনি বলেন, 'আমার কাছে তো এরকম মনে হয়নি (ওপরের দিকে ব্যাট করতে হবে)। কারণ ক্রিকেট খেলা তো শুধু আমার একার খেলা নয়। যেহেতু এটা দলীয় খেলা, এই মুহূর্তে ওপরের দিকে খেলার মতো আসলে কোনো জায়গা আমার নেই। আপনারা অনেকে হয়তো ভাবেন, আমি দলে থাকার মতোও নই। তো ভাই, আমি যেখানে আছি, ভালো আছি।'

তিনি আরও যোগ করেন, '(ওপরে) যারা আছে, ওরা অনেক ভালো টাচে আছে। সবাই খুব ভালো শেইপে আছে। পারফর্মও করছে, যদি আপনারা ভালোভাবে দেখেন। দিনশেষে, এত আফসোসের কিছু নাই। এটা পার্ট অফ লাইফ। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই, যতটুকু অবদান রাখতে পারি দলের জন্য।'

শনিবার সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নামবে বাংলাদেশ। সেখানে সিরিজে ফিরতে চাইবে লিটনরা। দলের মিডল অর্ডারের ব্যর্থতা কাটিয়ে ভালো করতে চায় বাংলাদেশ।

হৃদয় আরো বলেন, 'শুধু মিডল অর্ডার নয়, টপ টু বটম সব জায়গায় উন্নতির জায়গা আছে আমাদের। যখন উন্নতিটা হবে, তখন আমরা আশা করি ভালো কিছু করব।'

আরো পড়ুন: তাওহীদ হৃদয়