কলকাতায় টানা ৩ ম্যাচ, লিটন বলছেন ‘প্লাস পয়েন্ট’

বাংলাদেশ
কলকাতায় টানা ৩ ম্যাচ, লিটন বলছেন ‘প্লাস পয়েন্ট’
গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন লিটন দাস, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
প্রকাশিত হয়েছে ভারতে অনুষ্ঠেয় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি। বাংলাদেশের গ্রুপে জায়গা পেয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালির মতো দল। এর মধ্যে টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতার মাটিতে। সূচি দেখে সন্তুষ্ট বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস।

বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে লিটন-তাসকিন আহমেদ-মুস্তাফিজুর রহমানদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ সময় দুপুর তিনটায় ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশের পরের দুই ম্যাচেও কলকাতায়।

৯ ফেব্রুয়ারি সকাল ১১টা সময় প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে আসা ইতালির বিপক্ষে খেলবে বাংলাদেশ। টাইগারদের তৃতীয় ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে। ১৪ ফেব্রুয়ারি কলকাতায় দুপুর তিনটায় ম্যাচটি খেলবেন লিটনরা। বাংলাদেশের শেষ ম্যাচ ১৭ ফেব্রুয়ারি, নেপালের বিপক্ষে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭ টায় ম্যাচটি শুরু হবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি হবে মুম্বাইয়ে।

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সূচি প্রসঙ্গে লিটন বলেন, 'আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলা খুবই ভালো হওয়ারই কথা। সবগুলো টিমই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা সুবিধা যেটা, আমরা পরপর তিনটা গেম খেলব, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। এই তো, আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার।'

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মঞ্চ হিসেবে আয়ারল্যান্ডকে সিরিজই দেখছেন বাংলাদেশের অধিনায়ক। বরাবরের মতই তার চাওয়া আসন্ন সিরিজে কঠিন অবস্থায় পড়ুক তার দল। গতবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে হারলেও এবার জিততে চান 'কঠিন অবস্থা' থেকেই।

লিটন আরো বলেন, 'আমি এখানেও চাই যে আমরা প্লেয়াররা কঠিন অবস্থায় পড়বে। কিন্তু কঠিন অবস্থায় পড়ার পর যে জিনিসটা হয়েছিল শেষ সিরিজে, আমরা জিততে পারিনি। তবে এবার চেষ্টা করব যেন ঐখান থেকে, কঠিন অবস্থা থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।'

শক্তিমত্তার দিক বিবেচনায় বাংলাদেশ থেকে বেশ পিছিয়ে আছে আয়ারল্যান্ড। পল স্টার্লিংয়ের দলের বিপক্ষে মূলত দাপুটে জয়ই প্রত্যাশা লিটনের। তবে প্রতিপক্ষকেও সমীহ করতে ভুলছেন না তিনি।

লিটন আরো বলেন, 'আমাদের যে টিম আছে, আমাদের যে সক্ষমতা আছে, আমরা যদি আমাদের দিনে শতভাগ ক্রিকেট খেলতে পারি, অবশ্যই ডমিনেটিং (দাপুটে) জয় পাওয়া সম্ভব। আবার সেম টাইম আপনাকে ক্রিকেটে প্রত্যেকটা টিমকেই রেসপেক্ট করতে হবে। যেদিন যে ভালো ক্রিকেট খেলবে তাদেরই পক্ষে গেম যাবে। আমরা চেষ্টা করব আমাদের সেরা ক্রিকেটটা খেলার।'

আরো পড়ুন: লিটন দাস