ঐতিহাসিক সেঞ্চুরিতে ইনজামাম-পন্টিং-রুটদের কাতারে মুশফিক

বাংলাদেশ
ঐতিহাসিক সেঞ্চুরিতে ইনজামাম-পন্টিং-রুটদের কাতারে মুশফিক
ঐতিহাসিক সেঞ্চুরিতে ইনজামাম-পন্টিং-রুটদের কাতারে মুশফিকুর রহিম, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
শততম টেস্টে সেঞ্চুরি পূরণের জন্য আগের দিন ৯৯ রানে অপরাজিত ছিলেন মুশফিকুর রহিম। দ্বিতীয় দিনের সকালে নেমে দিনের দ্বিতীয় ওভারে জর্ডান নেইলের বলে লেগ সাইডে ঠেলে তিনি সেঞ্চুরি সম্পূর্ণ করেন। এ ইনিংসের মাধ্যমে তিনি বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরি করলেন।

বিশ্ব ক্রিকেটে শততম টেস্টে সেঞ্চুরি করা খেলোয়াড়ের সংখ্যা খুব বেশি নয়। এর আগে এমন কীর্তি গড়েন দশ ক্রিকেটার। প্রথম ছিলেন ইংল্যান্ডের কলিন কাউন্ড্রে। ১৯৬৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে শততম টেস্টে সেঞ্চুরি হাঁকান তিনি।

এরপর ১৯৮৯ সালে ভারতের বিপক্ষে জাভেদ মিয়াঁদাদ, তারপর ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে গর্ডন গ্রিনিজ এই কীর্তি গড়েন। পরে পাকিস্তানের ইনজামাম উল হক ২০০৫ সালে ভারতের বিপক্ষে শততম টেস্টে ১৮৪ রান করেন।

অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিং ২০০৬ সালে সাউথ আফ্রিকার বিপক্ষে নিজের শততম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করে বিরল নজির গড়েন। সাউথ আফ্রিকার গ্রায়েম স্মিথ ২০১২ সালে ইংল্যান্ডের বিপক্ষে ১৩১ রান করেন।

একই দেশের হাশিম আমলা শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে ১৩৪ রান করেন। এই তালিকায় আরও আছেন ইংল্যান্ডের জো রুট এবং অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার।

দুজনই নিজেদের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করেন। রুট ভারতের বিপক্ষে ২০২১ সালে, আর ওয়ার্নার সাউথ আফ্রিকার বিপক্ষে ২০২২ সালে।

আরো পড়ুন: মুশফিকুর রহিম