দুই দলের পার্থক্য জুটিতেই: চেজ

বাংলাদেশ
দুই দলের পার্থক্য জুটিতেই: চেজ
সিরিজ জয়ী ওয়েস্ট ইন্ডিজ দল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেট নিয়ে আলোচনা কম হয়নি। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চট্টগ্রামে তারা বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে চট্টগ্রামের উইকেটে বেশ ভালো ভাবেই নিজেদের মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা।

পুরো সিরিজ জুড়েই দলটির বোলাররা দারুণ বোলিং করেছেন। ব্যাটাররাও ধারাবাহিকভাবে পারফরম্যান্স করেছেন। বিশেষ করে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ক্যারিবিয়ানদের কাছে পাত্তাই পায়নি বাংলাদেশ। রস্টন চেজের মতে শেষ ম্যাচে দুই দলের জুটিই বড় পার্থক্য গড়ে দিয়েছে।

এই ম্যাচে আগে ব্যাট করে ১৫১ রান তুলে অল আউট হয় বাংলাদেশ। জবাবে ১৯ বল হাতে রেখেই ম্যাচ জিতে নেয় ক্যারিবিয়ানরা। চতুর্থ উইকেটে রস্টন চেজ ও আকিব ওগিস মিলে মাত্র ৪৬ বলে ৯১ রানের জুটি গড়েন। আর তাতেই বাংলাদেশ ম্যাচ থেকে ছিটকে যায়। দুজনেই হাফ সেঞ্চুরি তুলে নেন।

ম্যাচ শেষে জুটির কথা জানিয়ে চেজ বলেন, 'আমার মনে হয়, দুই ইনিংসের মধ্যে পার্থক্য ছিল পার্টনারশিপ। আমার মতে, বাংলাদেশের ইনিংসে কোনো বড় পার্টনারশিপ বা এমন কোনো জুটি ছিল না যেখানে দুজন খেলোয়াড় ভালো খেলছিল। মূলত বাঁ-হাতি ব্যাটসম্যানই খেলছিল, আর বাকিরা তাকে রেখে আউট হয়ে যাচ্ছিল। কিন্তু আমার মনে হয়, এটি এমন একটি পিচ যেখানে দুজন ব্যাটারকে উইকেটে থিতু হতে হবে।'

চট্টগ্রামের মতো উইকেটে লম্বা সময় ধরে ব্যাটিংয়ের বিকল্প নেই বলে মনে করেন চেজ। বাংলাদেশ শুরু থেকেই আক্রমণাত্মক হতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়েছে বলেও ধারণা তার। ক্যারিবিয়ানরা উইকেটে থিতু হয়ে এরপর পরিস্থিতি বিবেচনা করে খেলেই সফল হয়েছে বলে দাবি এই ম্যাচে অধিনায়কয়ের দায়িত্ব পালন করা চেজের।

তিনি বলেন, 'এমন উইকেটে যতটা সম্ভব দীর্ঘ সময় ব্যাট করতে হবে। কারন এখানে শুরু করাটা কঠিন। তাই উইকেটে এসেই যদি আপনি খুব আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করেন, তবে এটি প্রতিপক্ষকে উইকেট নেওয়ার সুযোগ করে দেয়। সুতরাং, এটি এমন একটি উইকেট যেখানে আপনাকে এসে কিছুক্ষণ থিতু হতে হবে এবং তারপর বিবেচনা করতে হবে কীভাবে খেলবেন।

আরো পড়ুন: রস্টন চেজ