দুই দলের পার্থক্য জুটিতেই: চেজ
মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেট নিয়ে আলোচনা কম হয়নি। ঢাকায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে চট্টগ্রামে তারা বাংলাদেশকে টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হারিয়ে দিয়েছে। ফলে বোঝাই যাচ্ছে চট্টগ্রামের উইকেটে বেশ ভালো ভাবেই নিজেদের মানিয়ে নিয়েছে ক্যারিবিয়ানরা।