লিটন-সাইফদের ব্যর্থতায় হেরে সিরিজ শুরু বাংলাদেশের

বাংলাদেশ
লিটন-সাইফদের ব্যর্থতায় হেরে সিরিজ শুরু বাংলাদেশের
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান— ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জ্বলে উঠতে পারেননি কেউই। মাঝে তাওহীদ হৃদয় খানিকটা চেষ্টা করলেও সেটা কাজে আসেনি। ৭৭ রানে ৬ উইকেট হারানোর পর ব্যাট হাতে ঝড় তোলার চেষ্টা করেন তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ। তাদের দুজনের ২৩ বলে ৪০ রানের জুটিতে আশা জাগলেও শেষ পর্যন্ত হারতে হয়েছে বাংলাদেশকে। তাদের দুজনের ক্যামিও কেবল হারের ব্যবধান কমিয়েছে। প্রথম টি-টোয়েন্টিতে ১৬ রানে হেরে সিরিজ শুরু করল স্বাগতিকরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ইনিংসের তৃতীয় বলেই আকিল হোসেনকে ছক্কা মারেন তানজিদ হাসান তামিম। পরের বলে চার মেরেছেন ডিপ মিড উইকেট দিয়ে। দ্বিতীয় ওভারেও শুরুটা ভালো হয়েছিল বাঁহাতি ওপেনারের। জেইডেন সিলসকে চার মারেন কভার দিয়ে। তবে পরের বলেই ফিরতে হয় তানজিদকে। সিলসের অফ স্টাম্পের বাইরের লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে পুল করে মিড অনের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি।

টাইমিংয়ে গড়বড় হওয়ায় রোমারিও শেফার্ডের দুর্দান্ত ক্যাচে ফিরতে হয় তানজিদকে। দুই চার ও এক ছক্কায় ৫ বলে ১৫ রান করে আউট হয়েছেন তিনি। চোট কাটিয়ে ফেরার ম্যাচে ভালো করতে পারেননি লিটন। আগের বলেই আকিলকে রিভার্স সুইপ করে চার মেরেছিলেন তিনি। তবে পরের বলে লিডিং এজ হয়ে বোলারের হাতেই ক্যাচ দিয়ে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। ফেরার ম্যাচে ৮ বলে ৫ রান করেছেন বাংলাদেশের অধিনায়ক। একটু পর আউট হয়েছেন সাইফ হাসানও।

আকিলের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে শর্ট ফাইন লেগে শেফার্ডের হাতে ক্যাচ দেন ডানহাতি এই ওপেনার। এক ছক্কায় ৭ বলে ৮ রান করে ফেরেন তিনি। পরের ওভারে আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারিও। পেসার জেসন হোল্ডারের স্লোয়ার ডেলিভারিতে বলের লাইন মিস করে বোল্ড হয়েছেন তিনি। ৪ বল খেলা বাঁহাতি এই ব্যাটার করেছেন মাত্র ১ রান। সবমিলিয়ে পাওয়ার প্লেতে ৪২ রান করতেই ৪ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। দলের বিপর্যয়ে জ্বলে উঠতে পারেননি নুরুল হাসান সোহানও।

খ্যারি পিয়েরের অফ স্টাম্পের বাইরের বলে ব্যাকফুটে গিয়ে কাট করতে চেয়েছিলেন ডানহাতি এই ব্যাটার। তবে ব্যাটের কানায় লেগে তা স্টাম্পে চলে আসায় বোল্ড হয়ে ফিরতে হয় তাকে। ১০ বল খেলা সোহান করেছেন ৫ রান। একপ্রান্ত আগলে রাখলেও শেষ পর্যন্ত ফিরতে হয়েছে হৃদয়কে। পেসার সিলসের শর্ট ডেলিভারিতে ফাইন লেগের উপর দিয়ে খেলতে চেয়েছিলেন তিনি। তবে টাইমিং করতে না পারায় শর্ট ফাইন লেগে থাকা আকিলের হাতে ক্যাচ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার। প্রথম চেষ্টায় না পারলেও দ্বিতীয় চেষ্টায় ক্যাচ নিয়েছেন আকিল। ২৫ বলে ২৮ রান করে ফিরেছেন হৃদয়।

ডানহাতি ব্যাটার ফেরার পর ঝড় তোলার চেষ্টা করেন তানজিম ও নাসুম। তারা দুজনে মিলে দ্রুত রান তোলার চেষ্টা করেন। ব্যাট হাতে ঝড় তোলা তানজিমকে ফিরিয়ে তাদের দুজনের ২৩ বলে ৪০ রানের জুটি ভাঙেন হোল্ডার। ডানহাতি পেসারের অফ স্টাম্পের বাইরের বলে ডিপ পয়েন্ট দিয়ে খেলার চেষ্টায় আউট হয়েছেন ২৭ বলে ৩৩ রান করে। পরের ওভারে ১৩ বলে ২০ রান করে ফিরেছেন নাসুম। শেষ দিকে রিশাদ জ্বলে উঠতে না পররায় বাংলাদেশকে থামতে হয়েছে ১৪৯ রানে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে তিনটি করে উইকেট নিয়েছেন সিলস ও হোল্ডার।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে উদ্বোধনী জুটিতে ৫৯ রান যোগ করেন অ্যালিক আথানাজে ও ব্রেন্ডন কিং। তারা দুজনই ফিরেছেন ত্রিশ পেরিয়ে। গোল্ডেন ডাক মারেন শেরফানে রাদারফোর্ড। শেষের দিকে শাই হোপ ২৮ বলে ৪৬ ও রভম্যান পাওয়েল সমান বলে ৪৪ রান করে ওয়েস্ট ইন্ডিজকে ১৬৫ রানের পুঁজি এনে দেন। বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ দুইটি ও রিশাদ নেন একটি উইকেট।

আরো পড়ুন: বাংলাদেশ