শুধু ক্রিকেটার তৈরি করব না, ভালো নাগরিকও তৈরি করব: বুলবুল

বাংলাদেশ
শুধু ক্রিকেটার তৈরি করব না, ভালো নাগরিকও তৈরি করব: বুলবুল
একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
নতুন মেয়াদে বোর্ড সভাপতি নির্বাচিত হওয়ার পর গণমাধ্যমের সামনে অনেক বেশি আসা হয়নি আমিনুল ইসলাম বুলবুলের। কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন ক্রিকেটের এই অভিভাবক। দেশে ফিরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশকে ২-১ ব্যবধানে সিরিজ জিততে দেখেছেন তিনি।

এই সিরিজ জিতে র‍্যাঙ্কিংয়ে অবশ্য খুব বেশি লাভ হয়নি বাংলাদেশের। রেটিং পয়েন্ট কিছুটা বাড়লেও আগের মতই ১০ নম্বরে আছে দলটি। বাংলাদেশ দলের পারফরম্যান্স দেখে সমর্থকদের ধৈর্য ধরতে বলেছেন বুলবুল।

তিনি বলেন, 'আমাদের ওপর বিশ্বাস রাখেন, আমরা বাংলাদেশ ক্রিকেটকে এমন উচ্চতায় ইনশাআল্লাহ নিয়ে যাব, যাতে বাংলাদেশ ক্রিকেট নিয়ে গর্ব করতে পারি।'

ভালো ক্রিকেটার বানানোর পাশাপাশি ভালো নাগরিকও গড়ে তুলতে চান বুলবুল, 'বাংলাদেশে আমরা শুধু ক্রিকেটার তৈরি করব না, আমরা বাংলাদেশে ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করব।'

এদিকে পুরুষ দল ওয়ানডে সিরিজ জিতলেও সম্প্রতি হতাশাজনক পারফরম্যান্স করে চলেছে নারী দল। চলমান নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি বাঘিনিরা। বেশ কয়েকটি ম্যাচে জয়ের দ্বারপ্রান্ত থেকে ফিরে এসেছে দল।

নারী দলের প্রতি প্রত্যাশা আরো অনেক বেশি বুলবুলের। পুরুষ দলের আগে নারী দল বিশ্বকাপ জেতার ক্ষমতা রাখে বলে মন্তব্য করেছেন তিনি। এবারের নারী বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে না পারার হতাশাও কাজ করছে তার মনে।

বুলবুল বলেন, 'অবশ্যই ছেলেদের ক্রিকেট ভালো করবে। তবে আমার মনে হয় ছেলেদের আগে মেয়েরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে। চলমান বিশ্বকাপে ছোট ছোট ভুল না করলে হয়তো আমাদের আজকে পাঁচটা জয় হতো, সেমিফাইনাল খেলার একটা দল হতে পারতাম। আমরা ভুল থেকে শিখছি। আমরা আপনাদের নিরাশ করবো না।'

আরো পড়ুন: আমিনুল ইসলাম বুলবুল