পাকিস্তানের হয়ে ১০৪ টেস্টে ৪১৪ এবং ৩৫৬ ওয়ানডেতে ৫০২ উইকেট নিয়েছেন ওয়াসিম আকরাম। পেশাদার ক্রিকেট ছাড়ার পর সুযোগ পেলেই কোচিং করিয়েছেন তিনি। ২০১০ সালে কলকাতা নাইট রাইডার্সের পেস বোলিং কোচের দায়িত্ব নিয়েছিলেন পাকিস্তানের সাবেক এই পেসার। কাজ করেছেন ২০১৬ সাল পর্যন্ত। ওই সময়ে দু’বার শিরোপা জিতেছে ফ্র্যাঞ্চাইজিটি। পরবর্তীতে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল) কাজ করেছেন বেশ কয়েকটি দলের হয়ে।
ইসলামাবাদ ইউনাইটেড ও মুলতান সুলতান্সের পর বর্তমানে করাচি কিংসের সঙ্গে আছেন তিনি। করাচির চেয়ারম্যান ও বোলিং কোচের দায়িত্ব পালন করছেন ওয়াসিম আকরাম। এ ছাড়া ২০২৪ সালের মে মাসে শ্রীলঙ্কা জাতীয় দলের সঙ্গে দুদিনের প্রোগ্রাম করেছিলেন। এবার সুযোগ পেলে বাংলাদেশেও কাজ করতে চান তিনি। যদিও সেটার সম্ভাবনা কম। কারণ লম্বা সময়ের জন্য পেস বোলিং কোচ হিসেবে শন টেইটকে দায়িত্ব দিয়েছে বাংলাদেশ। যদিও সুবিধা হলে কিংবা সুযোগ থাকলে ওয়াসিম আকরামের যোগাযোগ করবে।
এ প্রসঙ্গে বিসিবি সভাপতি বলেন, ‘আমি তো এই ধরনের (বিনা পারিশ্রমিকে বাংলাদেশে কাজ করতে চান ওয়াসিম আকরাম) কোনো কথা শুনিনি। কিন্তু উনার মতো ক্রিকেট মেধা, শুধুমাত্র পেস বোলার না—ক্রিকেট মেধা পৃথিবীতে কমই আছে। আমার সাথে ব্যক্তিগতভাবে তাঁর যোগাযোগ আছে। আমি নক করে দেখব। যদি আমাদের জন্য সুবিধা হয়।’
লম্বা সময় ধরে ওয়ানডে ক্রিকেটে ভালো করতে পারছিল না বাংলাদেশ। টানা চার সিরিজের হারের পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিতেছেন মেহেদী হাসান মিরাজরা। যদিও প্রথম ম্যাচ জেতার পর দ্বিতীয় ওয়ানডেতে সুপার ওভারে হারে বাংলাদেশ। এমন হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ ম্যাচে জেতায় খুশি বুলবুল। বিসিবি সভাপতি জানান, সৌম্য সরকার-সাইফ হাসানরা ভালো ক্রিকেট খেলেছে।
বুলবুল বলেন, ‘ওরা আজকে ভালো ক্রিকেট খেলেছে। সবচেয়ে বড় যেটা মনে হয়েছে গত দুই ম্যাচে বিশেষ করে গত ম্যাচে আত্মবিশ্বাসের যে অভাবটা ছিল...একটা দল হারার পর এত সুন্দরভাবে যে ফিরতে পারে আজকে সেটার একটা প্রমাণ দিল বাংলাদেশ দল।’