তিনি এখন হয়ে উঠেছেন টাইগারদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এই ফরম্যাটে ১১টি ম্যাচ খেলেছেন রিশাদ। তবে কখনো ৩ উইকেটও নিতে পারেননি তিনি। এবার ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকে নিজেকে নতুন করে চেনালেন এই বাংলাদেশি লেগ স্পিনার।
রিশাদকে তুলে আনার পেছনে অনেক বড় অবদান ছিল তৎকালীন টিম ম্যানেজমেন্টের। রিশাদ যখন প্রথম জাতীয় দলে আসেন তখন জাতীয় দলের প্রধান নির্বাচকের ভূমিকায় ছিলেন মিনহাজুল আবেদীন নান্নু। তিনি জানিয়েছেন রিশাদকে নেয়ার সময় অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাদের।
গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে নান্নু বলেছেন, 'আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, তাকে নিয়ে কিন্তু অনেক স্ট্রাগল পিরিয়ডের মধ্যে গিয়েছি। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে সে এই পর্যায়ে।'
রিশাদ ছাড়া বাংলাদেশ দলে বা দলের আশাপাশে আর কোনো মানসম্পন্ন লেগ স্পিনার নেই। তাই লেগ স্পিনার তুলে আনতে সংশ্লিষ্টদের আরও কাজ করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক এই ক্রিকেটার। এ ক্ষেত্রে নির্বাচক প্যানেলকেও ভূমিকা রাখতে হবে বলে জানালেন তিনি।
নান্নু বলেছেন, 'আমার মনে হয় যে আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায়, ভালো জায়গায় নার্সিং করার দরকার। এগুলো সিলেকশন প্যানেলকে অনেক দায়িত্ব নিতে হবে।'