গায়ানায় এর চেয়ে বাজে উইকেটে খেলেছি: রিশাদ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ
গায়ানায় এর চেয়ে বাজে উইকেটে খেলেছি: রিশাদ
৬ উইকেট নেয়ার পর রিশাদ, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
একজন মানসম্পন্ন লেগ স্পিনারের জন্য অনেকদিনের অপেক্ষা ছিল বাংলাদেশের। জুবায়ের হোসেন লিখন থেকে শুরু করে তানবীর হায়দার ও আমিনুল ইসলাম বিপ্লব অল্প সময়ের জন্য আশার আলো দেখিয়ে হারিয়ে গেছেন। রিশাদ ধীরে ধীরে বাংলাদেশের শীর্ষ পর্যায়ের ক্রিকেটে উঠে এসেছেন।

তিনি এখন হয়ে উঠেছেন টাইগারদের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে এই ফরম্যাটে ১১টি ম্যাচ খেলেছেন রিশাদ। তবে কখনো ৩ উইকেটও নিতে পারেননি তিনি। এবার ক্যারিবীয়দের বিপক্ষে ৬ উইকেট নিয়ে রেকর্ড বুকে নিজেকে নতুন করে চেনালেন এই বাংলাদেশি লেগ স্পিনার।

উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের অভিযোগ থাকলেও রিশাদ জানিয়েছেন গায়ানায় এর চেয়ে বাজে উইকেটে খেলতে হয়েছিল বাংলাদেশকে। তারা সেই পরিস্থিতি মানিয়েই খেলেছিল। তাই উইকেট নিয়ে অভিযোগের কোনো সুযোগ দেখছেন না বাংলাদেশের এই লেগ স্পিনার। যেমন উইকেটই দেয়া হোক সেই উইকেটেই মানিয়ে নেয়ার কথা জানিয়েছেন রিশাদ।

তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, 'আসলে উইকেট ওদের জন্য যেমন ছিল, আমাদের জন্য একই ছিল। আপনি দেখবেন যে এর চেয়ে কিন্তু বাজে উইকেট গায়ানাতে ছিল। তো আমরা কিন্তু ওটা অ্যাডজাস্ট করে খেলেছি। তো আমার মনে হয় যে দুই টিমের জন্য কিন্তু সমান ছিল। তো আশা করি বুঝতে পারছেন যে সমান থাকলে হয়তোবা কাভার করা যায়।'

রিশাদ আরও বলেন, 'এটা (উইকেট) তো আমাদের হাতে নেই। আমাদেরকে যেভাবেই হোক, যেমন উইকেটই দেয়া হোক না কেন, আমাদের খেলতে হবে। আমরা শুধু চেষ্টা করি যেন যেভাবেই হোক, যেমন উইকেট দিক, আমরা মানিয়ে নিয়ে খেলার চেষ্টা করি।'

প্রথম বাংলাদেশি ডানহাতি স্পিনার হিসেবে ৫ উইকেটের কীর্তি গড়েছেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে সাবধানী শুরু করেছিল। সেখান থেকেই ক্যারিবীয়দের ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছেন রিশাদ। ১০০ রানের আগেই ওয়েস্ট ইন্ডিজ পাঁচ উইকেট হারায়।

আরও স্পষ্ট করে বললে ৫ উইকেটে ৯২। রিশাদ তখনই ৭ ওভারে ২৫ রান দিয়ে ৫ উইকেট তুলে নেন। মানে বাংলাদেশের নেয়া প্রথম ৫ উইকেটের সবকটি রিশাদের। এরপর গুড়াকেশ মোতিকে ফিরিয়ে ক্যারিবীয়দের ইনিংস গুড়িয়ে দিয়েছেন রিশাদ তাও ১৩৩ রানে। আর বাংলাদেশ ৭৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

আরো পড়ুন: রিশাদ হোসেন