প্রথম ওয়ানডেতে এই উইকেটই যেন ধাঁধায় ফেলেছে ওয়েস্ট ইন্ডিজকে। বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৩৩ রানে গুটিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। আর তাতেই ৭৪ রানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে ক্যারিবীয়রা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ মিরপুরের উইকেট নিয়ে রীতিমতো অভিযোগ করেছেন।
কেউই ঘুম থেকে উঠে এমন উইকেটে খেলতে চাইবে না বলে মনে করেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক স্বীকার করেছেন তাদের প্রতিনিয়ত ভাবতে হয়েছে কি বল আসছে সেটা নিয়ে। মিরপুরের উইকেটে রীতিমতো পরীক্ষা দিতে হয়েছে বলে জানিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক হোপ।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, 'আমি শুধু বলব এটি একটি চ্যালেঞ্জিং উইকেট ছিল। এটি এমন একটি উইকেট যেখানে একজন ব্যাটার হিসেবে আপনি সকালে ঘুম থেকে উঠে ব্যাট করার স্বপ্নও দেখবেন না। আমি শুধু এটুকুই বলতে পারি, তবে হ্যাঁ, তাদের বোলারদের কৃতিত্ব দিতে হবে।'
উইকেট নিয়ে ভাবনায় পড়ে থাকতে চান না হোপ। তিনি মনে করেন আগামী ম্যাচে এই ম্যাচের অভিজ্ঞতা কাজে লাগাতে পারবেন তারা। সেই সঙ্গে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে নিজেদের সেরা খেলাটা উপহার দিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। হোপ মনে করেন ব্যাটিং-বোলিং ও প্রতিটি বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের চেয়ে বাংলাদেশ বেশি ভালো খেলেছে।
হোপ বলেন, 'এটি এমনই একটি দিন ছিল যেখানে তাদের স্পিনাররা, আমাদের স্পিনারদের চেয়ে ভালো বল করেছে, এবং তাদের ব্যাটাররাও আমাদের চেয়ে ভালো খেলেছে।' আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'পরের ম্যাচে যখন খেলা শুরু হবে, তখনও আমাদের পরিস্থিতি মূল্যায়ন করতে হবে এবং মানিয়ে নিতে হবে। কিন্তু যদি আমরা একই রকম কিছু পাই, তাহলে এই প্রথম ম্যাচে থেকে আমাদের একটা ধারণা থাকবে। তাই এটা আমাদের মনে কিছুটা ভালোভাবে কাজ করতে পারে। কিন্তু হ্যাঁ, আমরা সত্যিই খুব বেশি দূরের কথা ভাবছি না। আমাদের সামনে যা আছে তা খেলতে হবে এবং উইকেটের উপর খুব বেশি মনোযোগ দেওয়া যাবে না।'