২ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশ
২ নতুন মুখ নিয়ে বাংলাদেশে আসছে ওয়েস্ট ইন্ডিজ
ওয়েস্ট ইন্ডিজ দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
সীমিত ওভারের সিরিজ খেলতে অক্টোবরের মাঝামাঝি বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন এই সিরিজের জন্য ওয়ানডে ও টি-টোয়েন্টির পৃথক দল ঘোষণা করেছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন আকিম অগাস্ট।

আসন্ন এই সিরিজে এভিন লুইসের বদলি হিসেবে সুযোগ পেয়েছেন তিনি। লুইস কব্জির চোটে ভুগছেন। জানা গেছে তার চোট কাটিয়ে উঠতে আরও সময় লাগবে। তিনি এরই মধ্যে পুনর্বাসন শুরু করেছেন। এদিকে ভারতের বিপক্ষে চলতি মাসেই টেস্ট অভিষেক হয়েছে খারি পিয়ারের।

তিনি এবার ওয়ানডে দলেও ফিরেছেন। ওয়েস্ট ইন্ডিজ দলের তৃতীয় স্পিনার হিসেবে দেখা যাবে তাকে। গুড়াকেশ মোতি ও রস্টন চেজের সঙ্গে স্পিন বোলিং আক্রমণে দেখা যাবে তাকে। ওয়ানডে দলে ফিরেছেন অ্যালিক আথানেজও। তিনি সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে।

এদিকে আকিমকে দলে নিয়ে দলটির প্রধান কোচ ড্যারেন স্যামি বলেছেন, 'আকিমের নির্বাচন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট যে উদীয়মান খেলোয়াড়দের জন্য একটি সুস্পষ্ট পথ তৈরি করছে, তারই প্রতিফলন। সে আমাদের ভবিষ্যৎ—অনূর্ধ্ব–১৫ স্তর থেকে উঠে এসে সিনিয়র দলে জায়গা করে নিয়েছে। এ বছর একাডেমি থেকে আন্তর্জাতিক দলে সুযোগ পাওয়া ক্রিকেটারদের মধ্যে সেও একজন।'

এদিকে ওয়ানডে ও টি-টোয়েন্টি—দুই ফরম্যাটেই জায়গা পেয়েছেন শামার জোসেফ। এই পেসার সম্প্রতি ইনজুরির কারণে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি। তার সঙ্গী আলজারি জোসেফও ছিলেন একই কারণে দলের বাইরে। মোতিও ভারতের টেস্ট সিরিজে বিশ্রামে ছিলেন।

তাকে অবশ্য সেই সময় রাখা হয়নি ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য। টি-টোয়েন্টি দলে নতুন মুখ আমির জাঙ্গো। তিনি উইকেটকিপার হিসেবে শাই হোপের ব্যাকআপ হিসেবে বিবেচিত হবেন। এদিকে বাংলাদেশ সিরিজের আগে মোতি, কেসি কার্টি, শেরফানে রাদারফোর্ড, অগাস্ট ও আমির জাঙ্গো অনুশীলন করবেন চেন্নাই সুপার কিংস একাডেমিতে।

র‍্যামন্ড সিমন্স সম্প্রতি দারুণ পারফরম্যান্সে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রেখেছেন। সর্বশেষ সিপিএলে বার্বাডোস রয়্যালসের হয়ে ১৩ উইকেট নেন তিনি এবং নেপালের বিপক্ষে নিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই ৪ উইকেট নিয়ে নজর কারেন।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল:

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আথানাজে, আকিম অগাস্ট, জেদিয়া ব্লেডস, কেসি কার্টি, রস্টন চেজ, জাস্টিন গ্রিভস, আমির জাঙ্গো, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, খারি পিয়ারে, শেরফানে রাদারফোর্ড, জেইডেন সিলস, রোমারিও শেফার্ড।

ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি দল:

শাই হোপ (অধিনায়ক), অ্যালিক আতানাজে, আকিম অগাস্ট, রস্টন চেজ, জেসন হোল্ডার, আকিল হোসেইন, আমির জাঙ্গু, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, গুডাকেশ মতি, রোভম্যান পাওয়েল, শারফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড, র‍্যামন সিমন্ডস।

আরো পড়ুন: বাংলাদেশ