বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল

বাংলাদেশ
বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন বুলবুল
ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলে চলে যেতে চেয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। যদিও নিজের অবস্থান পরিবর্তন করে বিসিবির পরিচালক পদে নির্বাচন করেন তিনি। ঢাকা বিভাগ থেকে পরিচালক হয়ে আবারও বিসিবির সভাপতি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি ইনিংস খেলতে আসলেও পরবর্তীতে কেন থেকে গেলেন সেটার ব্যাখ্যায় বুলবুল জানালেন, তিনি বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নের প্রেমে পড়েছেন।

বিসিবি পরিচালকরা ফারুক আহমেদের উপর অনাস্থা প্রকাশ করায় তাকে সরিয়ে ‍বুলবুলকে দায়িত্ব দেয় জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। বিসিবি সভাপতির দায়িত্ব নিতে আইসিসির চাকরি ছেড়ে এসেছিলেন বুলবুল। দেশের ক্রিকেটের স্বার্থেই একটা দ্রুতগতির টি-টোয়েন্টি ইনিংস খেলতে এসেছিলেন তিনি। বিসিবিতে কাজ করলেও এখান থেকে কোনো বেতন পান না বাংলাদেশের সাবেক অধিনায়ক।

সাধারণত বিসিবির পরিচালকদের কোনো মাসিক বেতন নেই। কেবলমাত্র বোর্ড সভায় যোগ দিলেই কিছু সম্মানী পান। এ ছাড়া প্রতি বছরের এজিএমে যোগ দিলে কিছু উপঢৌকন বিসিবির পরিচালকরা। অর্থাৎ বিসিবির সভাপতি হয়ে সংসার চালানোর গতি খুঁজে বের করতে পারবেন না বুলবুল। যার ফলে শুধুমাত্র সম্মানের জন্যই সভাপতি হিসেবে কাজ করতে হবে তাকে। চাকরি ছেড়ে আসলেও এখন ওইসব নিয়ে ভাবছেন না বুলবুল। বরং বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নেয়াতে ফোকাস রাখতে চান তিনি।

এ প্রসঙ্গে বুলবুল বলেন, ‘ক্রিকেট বোর্ডের সভাপতির পদটা সবসময় সম্মানের ছিল, সেটার কোনো ব্যতিক্রম এখনো হয়নি। সেই ব্যাপারে এখনো চিন্তা করিনি। ভাবছি ক্রিকেটটা আমানত হিসেবে আমরা পেয়েছি এবং চাকরিটা যেহেতু আমি ছেড়ে এসেছি এজন্য সেই চাকরির ব্যাপারে কোনো চিন্তা করছি না। এখন একটাই ফোকাস বাংলাদেশ ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেটকে সার্ভিস দেয়া।’

বিসিবি সভাপতি দায়িত্ব নেয়ার পর সারাদেশে ক্রিকেট ছড়িয়ে দিতে চেয়েছিলেন বুলবুল। ৪ মাস দায়িত্বে থাকাকালীন দেশের বিভিন্ন জায়গায় গেছেন তিনি। পাশাপাশি ওইসব অঞ্চলের ক্রিকেট এগিয়ে নিতে কী করা প্রয়োজন সেসব তথ্যও সংগ্রহ করেছেন। যদিও এখনো কোনো অঞ্চলে ব্যাপক পরিসরে কিছু পরিবর্তন করতে পারেননি। বিসিবিতে কিছু প্রোগ্রাম করে ক্রিকেটার, কোচ, আম্পায়ারদের এগিয়ে নেয়ার উপায় দেখিয়েছেন।

ট্রিপল সেঞ্চুরির দিয়ে দেশের ক্রিকেটকে বদলে দিতে চাইলেও সেটা এখনো পুরোদমে শুরু করতে পারেননি। ‍ছোট ছোট জায়গায় কাজ করেই বুলবুল বুঝতে পেরেছেন দেশের ক্রিকেট নিয়ে বড় পরিসরে কাজ করা সম্ভব। বিসিবি সভাপতি জানান, ছোট কাজে সাফল্য পাওয়া দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার লোভটা সামলাতে পারেননি তিনি। সেই সঙ্গে বাংলাদেশের উন্নয়নের প্রেমে পড়ে যাওয়াতে চাকরি ছেড়ে বিসিবির কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুলবুল বলেন, ‘এটা একটা জার্নির অংশ ধরে নিয়েছি। বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের প্রেমেও পড়ে গিয়েছি। হয়ত অল্প সময়ের জন্য এসেছিলাম, অল্প সময়ই সবসময় পরিকল্লনা ছিল। কিন্তু ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে ছোট ছোট কাজ করা শুরু করলাম যখন সাফল্যগুলো দেখতে পেলাম সেই লোভটা আমি ছাড়তে পারিনি। সেই লক্ষ্যেই আমি রয়ে গেছি দেশকে আরও সার্ভ করার জন্য।’

আরো পড়ুন: আমিনুল ইসলাম বুলবুল