আফগানিস্তানের স্পিন আক্রমণ বর্তমান বিশ্বের অন্যতম সেরা। রশিদ খান, নূর আহমেদদের সঙ্গে আছেন মোহাম্মদ গাজানফারের মতো স্পিনার। আফগানিস্তানের শক্তিমত্তা ভুলে নিজেদের দুর্বলতা কাটিয়ে ওঠার দিকেই লক্ষ্য বাংলাদেশ দলের। বিশেষ করে এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যাটিংটা ভালো হয়নি।
ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে জাকের বলেছেন, 'চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।'
পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিম এশিয়া কাপে রীতিমতো ব্যর্থ হয়েছেন। ইমন চার ম্যাচে করেছেন মাত্র ৪০ রান। এ ছাড়া দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন তিনি। অন্যদিকে তানজিদ ৫ ম্যাচে ৬৭ রান, গড়ে মাত্র ১৩। এই দুজনের ব্যর্থতার সঙ্গে বাংলাদেশকে আরও বিপদে ফেলেছে অধিনায়ক লিটন দাসের চোট।
এশিয়া কাপে বাংলাদেশের যা একটু প্রাপ্তি তা সাইফের ব্যাটিং। তার ব্যাটিংয়ের প্রশংসা করে জাকের বলেন, 'সাইফ হাসান খুবই ভালো করছে। আমরা চাইব যে এই সিরিজেও সে এরকম বড় রান করতে পারে। ওর সাথে সাথে অন্য ব্যাটাররাও যেন ভালো করতে পারে তাহলে আমাদের জন্য সিরিজটি খুব ভালো হবে।'
লিটনের বদলি হিসেবে আফগানিস্তান সিরিজে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। ভিসা জটিলতার কারণে তিনি এখনও সংযুক্ত আরব আমিরাতে পৌঁছাতে পারেননি। অবশ্য তাকে প্রথম ম্যাচ থেকেই পেতে আশাবাদী জাকের। তিনি বলেন, 'সৌম্যর ভিসা ইস্যুটা রয়েছে। আমরা জানি, এখানে ভিসার বিষয়টি কিছুটা জটিল। তাই এটি সমাধান হলেই তিনি আসবেন। অন্যথায় তিনি ইতোমধ্যেই প্রস্তুত। বিসিবি এ বিষয়টির দেখভাল করছে। যত দ্রুত আমরা ভিসা পেয়ে যাব, তিনি চলে আসবেন।'