ভারতের কাছে হারলেও যেভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ

বাংলাদেশ
ভারতের কাছে হারলেও যেভাবে ফাইনালে যেতে পারে বাংলাদেশ
বাংলাদেশ দল
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দারুণ শুরু পায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ধাক্কা খেয়েছে টাইগাররা। ভারতকে ১৬৮ রানে আটকে রেখেও বাংলাদেশ ম্যাচ জিততে পারেনি।

এই ম্যাচে হারের ফলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার স্বপ্ন অনেকটাই কঠিন হয়ে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামবে পাকিস্তানের বিপক্ষে।

এই ম্যাচের ওপরই নির্ভর করবে দুই দলের ফাইনালের ভাগ্য। দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটি করে জয় পেয়েছে। ফলে দুই দলের নামের পাশেই দুটি করে পয়েন্ট।

অন্যদিকে ২ ম্যাচ খেলে দুটিতেই জিতে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ভারত। তারা এরই মধ্যে ফাইনাল নিশ্চিত করেছে। সূর্যকুমার যাদবের দল শেষ ম্যাচ খেলবে শ্রীলঙ্কার বিপক্ষে।

সেই ম্যাচে হারলেও ফাইনালে যাবে ভারত। অন্যদিকে শ্রীলঙ্কা পাবে ২ পয়েন্ট। আর ভারত জিতলে ৬ পয়েন্ট নিয়ে ফাইনালে খেলবে তারা। এর মধ্যে দিয়ে বোঝাই যাচ্ছে বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচে যারা জিতবে তারাই ভারতের সঙ্গী হবে ফাইনালে।

আরো পড়ুন: এশিয়া কাপ