দুবাইয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হবেন মুস্তাফিজ, আশা টেইটেরও

বাংলাদেশ
দুবাইয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হবেন মুস্তাফিজ, আশা টেইটেরও
মুস্তাফিজুর রহমান, ক্রিকফ্রেঞ্জি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
এশিয়া কাপে এখনো ‘মুস্তাফিজসূলভ’ ঝলক দেখাতে পারেননি মুস্তাফিজুর রহমান। সুপার ফোরে দুবাইয়ের তুলনামূলক স্পিন সহায়ক উইকেট পেয়ে প্রতিপক্ষের ব্যাটারদের ত্রাস হয়ে উঠতে পারেন বাঁহাতি এই পেসার। ধীরগতির উইকেট পেলেই ভয়ঙ্কর হয়ে ওঠা মুস্তাফিজ দুবাইয়েও এমন কিছু করবেন আশা বাংলাদেশের সমর্থকদের। পেস বোলিং কোচ শন টেইটেরও আশা, দুবাইয়ের ‘চেনা’ উইকেট পেয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠবেন মুস্তাফিজ। সেই সঙ্গে বাঁহাতি পেসারের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টির কথা জানিয়েছেন টেইট।

দুবাইয়ের উইকেট প্রথাগতভাবে খানিকটা স্পিন সহায়ক। চলতি বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের স্কোয়াডে পাঁচ স্পিনার রাখা সেটাই প্রমাণ করেছে। বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেলদের হাত ধরে ২০১৩ সালের পর চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে তারা। চলতি এশিয়া কাপেও প্রতি ম্যাচেই কুলদীপ, বরুণ ও অক্ষরকে নিয়মিত খেলাচ্ছে ভারত। উইকেট কতটা ধীরগতির হতে পারে সেটা অনুমান করা যেতে পারে ভারতের পরিকল্পনা দেখে।

একই মাঠে এশিয়া কাপের সুপার ফোরের তিনটা ম্যাচই খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও ভারত। প্রতিপক্ষকে আটকাতে বাংলাদেশের জন্য বড় অস্ত্র হতে পারেন মুস্তাফিজ। ধীরগতির উইকেট পেলেই ভয়ঙ্কর হয়ে উঠেন বাঁহাতি এই পেসার। স্লোয়ার, কাটারে প্রতিপক্ষের ব্যাটারদের বোকা বানাতে বেশ পটু তিনি। দুবাইয়ের ওমন উইকেটে আবারও এমন কিছুই করে দেখাবেন মুস্তাফিজ, আশা বাংলাদেশের সমর্থকদের।

এমনটা আশা করেন টেইটও। এ প্রসঙ্গে বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমিও সেটাই (দুবাইয়ে প্রতিপক্ষে জন্য হুমকি হবে) আশা করছি। সে এখানে আগেও খেলেছে। তাঁর অনেক অভিজ্ঞতা আছে এবং তাঁর বোলিং নিয়ে আমাকে খুব বেশি কথা বলতে হয় না।’

মুস্তাফিজের সঙ্গে কাজ করা নিয়ে টেইট বলেন, ‘আমার মনে হয় সে যদি এমন একটা পরিবেশ যদি থাকে যে সে খুশি আছে তাহলে সে ভালো পারফর্ম করবে। তাঁর সঙ্গে আমার কাজটা হচ্ছে এটা নিশ্চিত করা সে খুশি এবং আত্মবিশ্বাসী আছে। বাকিটা সে নিজেই সামলায়। তাকে শেখানোর মতো আমার কাছে খুব বেশি কিছু নেই। এটাই সত্য। কিন্তু তাঁর সঙ্গে কাজ করতে উপভোগ করছি এবং ভালো লাগে। অবশ্যই সে আমাদের দলের জন্য অনেক বড় খেলোয়াড়।’

এশিয়া কাপের চলতি আসরে তিন ম্যাচের সবকটিতে খেলেছেন মুস্তাফিজ। তিন ম্যাচ থেকে চারটি উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার। প্রথম ম্যাচে হংকং চায়নার বিপক্ষে ২২ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন তিনি। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে এক উইকেট নিতে মুস্তাফিজ খরচা করেছিলেন ৩৫ রান। তবে শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন তিনি। মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে তাই খুশি টেইট।

তিনি বলেন, ‘হ্যাঁ, (মুস্তাফিজের পারফরম্যান্স নিয়ে খুশি)। সে আমাদের জন্য বড় একটা সম্পদ। আমাদের জন্য সে একজন ভালো নেতাও। দীর্ঘদিন ধরেই খেলছে। সে একজন পরীক্ষিত পারফর্মার। তাঁর সঙ্গে কাজ করাটা আনন্দের এবং আমি নিশ্চিত সে এভাবেই ভালো বোলিং করতে থাকবে।’

আরো পড়ুন: বাংলাদেশ