সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি

বাংলাদেশ
সুপারের ফোরের পূর্ণাঙ্গ সূচি
এশিয়া কাপের ট্রফি উন্মোচনে ৮ দলের অধিনায়ক, এসিসি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিসদের ব্যাটে পাওয়া জয়ে সুপার ফোর নিশ্চিত হয়েছে তাদের। শ্রীলঙ্কার পাশাপাশি ‘বি’ গ্রুপ থেকে সুপার ফোরে জায়গা করে নিয়েছে বাংলাদেশও। ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে সবার আগে সুপার ফোরে উঠেছে ভারত। একই গ্রুপ থেকে জায়গা পেয়েছে পাকিস্তানও।

২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সুপার ফোর শুরু করবে বাংলাদেশ। লিটন দাস-মুস্তাফিজুর রহমানদের পরের ম্যাচ ২৪ সেপ্টেম্বর, প্রতিপক্ষ ভারত। পরদিন অর্থাৎ ২৫ সেপ্টেম্বর বাংলাদেশ খেলবে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরে একমাত্র বাংলাদেশই টানা দুই দিনে দুইটা ম্যাচ খেলবে। বাকিদের সবাই প্রতি ম্যাচের আগে অন্তত একদিন বিরতি পাচ্ছে।

সুপার ফোরের পূর্ণাঙ্গ সূচি:

তারিখম্যাচভেন্যু
২০ সেপ্টেম্বরবাংলাদেশ-শ্রীলঙ্কাদুবাই
২১ সেপ্টেম্বরভারত-পাকিস্তানদুবাই
২৩ সেপ্টেম্বরপাকিস্তান-শ্রীলঙ্কাআবুধাবি
২৪ সেপ্টেম্বরবাংলাদেশ-ভারতদুুবাই
২৫ সেপ্টেম্বরবাংলাদেশ-পাকিস্তানদুবাই
২৬ সেপ্টেম্বরভারত-শ্রীলঙ্কাদুবাই
২৮ সেপ্টেম্বরফাইনালদুবাই

আরো পড়ুন: এশিয়া কাপ